in রসায়ন by
অষ্ট ধাতুতে কি থাকে

2 Answers

0 votes
by
অষ্ট ধাতু বলতে মূলত আট রকম ধাতু দিয়ে তৈরি বিশেষ আংটিকে বোঝায়। যা পরলে বিভিন্ন রোগ মুক্তি, গ্রহ নক্ষত্রের কোপ থেকে রক্ষা পাওয়া যায় বলে কথিত আছে।
হিমাচল প্রদেশে প্রথম এক ব্যক্তি অষ্ট ধাতু দিয়ে বিশেষ দেবী শক্তি হিসাবে একটি দেবীর মুর্তি গড়েন। সনাতন বিশ্বাসীরা মূলত আদি শক্তি বা বিশেষ কোন শক্তির আধার হিসাবে দেবী দের মান্য করেন।

অষ্ট ধাতু গুলো হচ্ছে সোনা, রুপা, তামা, সীসা, দস্তা, টিন, লোহা ও পারদ তবে কখনো কখনো পারদের বদলে এন্টিমনিও ব্যবহার হয়।

অষ্ট ধাতুর শক্তি বা গুণাগুন বৈজ্ঞানিক পরিক্ষিত নয়। বিজ্ঞান এগুলো গন্য করেনা। তবে ধাতব বস্তু অংগে ধারন করলে বিশেষত সীসার মত ভারী ধাতব বস্তু দেহ সংস্পর্শে থাকলে পরমাণু বিকিরণ জনিত কিছু ইফেক্ট দেহে পড়ে। এই ইফেক্ট সাধারণত ক্ষতিকর হয়। তবে নিয়ন্ত্রিত ইফেক্ট বিশেষ কোন দৈহিক সমস্যায় উপকার করে বলে বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে।
0 votes
by
অষ্ট ধাতু বলতে মূলত আট রকম ধাতু দিয়ে তৈরি বিশেষ আংটিকে বোঝায়। যা পরলে বিভিন্ন রোগ মুক্তি, গ্রহ নক্ষত্রের কোপ থেকে রক্ষা পাওয়া যায় বলে কথিত আছে। হিমাচল প্রদেশে প্রথম এক ব্যক্তি অষ্ট ধাতু দিয়ে বিশেষ দেবী শক্তি হিসাবে একটি দেবীর মুর্তি গড়েন। সনাতন বিশ্বাসীরা মূলত আদি শক্তি বা বিশেষ কোন শক্তির আধার হিসাবে দেবী দের মান্য করেন। অষ্ট ধাতু গুলো হচ্ছে সোনা, রুপা, তামা, সীসা, দস্তা, টিন, লোহা ও পারদ তবে কখনো কখনো পারদের বদলে এন্টিমনিও ব্যবহার হয়। অষ্ট ধাতুর শক্তি বা গুণাগুন বৈজ্ঞানিক পরিক্ষিত নয়। বিজ্ঞান এগুলো গন্য করেনা। তবে ধাতব বস্তু অংগে ধারন করলে বিশেষত সীসার মত ভারী ধাতব বস্তু দেহ সংস্পর্শে থাকলে পরমাণু বিকিরণ জনিত কিছু ইফেক্ট দেহে পড়ে। এই ইফেক্ট সাধারণত ক্ষতিকর হয়। তবে নিয়ন্ত্রিত ইফেক্ট বিশেষ কোন দৈহিক সমস্যায় উপকার করে বলে বৈজ্ঞানিক তত্ত্ব আছে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...