নীল বর্ণের আদ্র কপার সালফেটকে তুঁতে বলা হয়।
নানা কাজে তুতে ব্যবহার করা হয় যেমনঃ-
১। চামড়া শিল্পে
২। জীবাণু নাশক হিসাবে।
৩। কৃষকরা তুতের পানি পায়ে মেখে রাতে ঘুমান ফলে সকালে ক্ষেতের জলাশয়ে কাজ করলে পচা পানির বিষ্ক্রিয়া লাগেনা।
৪। ঘরের প্লাস্টারে ব্যবহার আছে।
৫। রজনের সাথে তুতেও ব্যবহার করা হয় যাতে শৈবালের আক্রমণ প্রতিরোধ হয়।
৬। বাড়ি বানানো আঠাতে তুতে ব্যবহার হয় যাতে আঠা শুকিয়ে গেলে তাতে কাঠ পোকার আক্রমন না হয়।
৭। বিশেষ ক্ষেত্রে অল্প পরিমানে সার হিসাবে ব্যবহার হয়।
৮। প্রতিস্থাপন বিক্রিয়ায় ব্যবহার হয়।
৯। লেকল্যান্স কোষ পরীক্ষায় ব্যবহার হয়।
এছাড়া ল্যাবে বৈজ্ঞানিক ভাবে বিভিন্ন ব্যবহার আছে