তুতে সাধারণত চামড়া সংরক্ষণ, জীবাণু নাশক, কাঠ বা আসবাব পাত্রে ঘুন পোকা প্রতিরোধক, প্লাস্টারে চুনকামে ব্যবহার হয়। কৃষিতে কিছু ক্ষেত্রে সার হিসাবে ব্যবহার হয়। আবার কৃষকরা পচা পানিতে কাজের সময় প্রতিদিন রাতে তুতের পানি পায়ে মেখে রাখেন। এতে পানিতে পচা আবর্জনার বিষাক্ত পদার্থ ত্বকের ক্ষতি করতে পারে না।