টিংচার আয়োডিনঃ 100ml রেকটিফাইড স্পিরিটের (৯৫.৬% ইথাইল এলকোহল ও ৪.৪% পানি) মধ্যে, 5g আয়োডিন ও 5g পটাশিয়াম আয়োডাইড KI মিশ্রিত করে যে দ্রবন তৈরি হয় তাকে টিংচার আয়োডিন বলে।
টিংচার আয়োডিন কাটা- ছেঁড়া জীবানুনাশক ও পচনরোধক হিসেবে ব্যবহার করা হয়।
এছাড়া কাচা চামড়া পাকা করার কাজেও অনেক সময় টিংচার আয়োডিন ব্যবহার করা হয়।
পানি বিশুদ্ধকরণের কাজেও টিংচার আয়োডিনের ব্যবহার আছে।