in বিজ্ঞান বিভাগ by
ফিটকিরি কাকে বলে?

ফিটকিরির উপাদান কি?

2 Answers

0 votes
by

রাসায়নিক ভাবে সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, আলুমিনিয়াম সালফেটের স্ফটিককে ফিটকিরি বলে। তবে অধিকাংশ ক্ষেত্রে পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটই ফিটকিরি।

ফিটকিরির সংকেত হচ্ছে KAl(SO4)2·12H2O.

কিছুক্ষেত্রে সোডিয়াম সালফেটও থাকে।

আবার বিশেষ ক্ষেত্রে ক্রোমিয়াম সালফেট দিয়েও ফিটকিরি বানানো হয়। 

পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটের সাথে ১২ অনু পানি যুত অবস্থায় থাকে বলে এটি স্ফটিকাকার ক্লাস তৈরি করে।

0 votes
by
রাসায়নিক ভাবে সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, আলুমিনিয়াম সালফেটের স্ফটিককে ফিটকিরি বলে। তবে অধিকাংশ ক্ষেত্রে পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটই ফিটকিরি। ফিটকিরির সংকেত হচ্ছে KAl(SO4)2·12H2O. কিছুক্ষেত্রে সোডিয়াম সালফেটও থাকে। আবার বিশেষ ক্ষেত্রে ক্রোমিয়াম সালফেট দিয়েও ফিটকিরি বানানো হয়। পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটের সাথে ১২ অনু পানি যুত অবস্থায় থাকে বলে এটি স্ফটিকাকার ক্লাস তৈরি হয়।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...