in বিজ্ঞান বিভাগ by
ফিটকিরি কাকে বলে?

ফিটকিরির উপাদান কি?

2 Answers

0 votes
by

রাসায়নিক ভাবে সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, আলুমিনিয়াম সালফেটের স্ফটিককে ফিটকিরি বলে। তবে অধিকাংশ ক্ষেত্রে পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটই ফিটকিরি।

ফিটকিরির সংকেত হচ্ছে KAl(SO4)2·12H2O.

কিছুক্ষেত্রে সোডিয়াম সালফেটও থাকে।

আবার বিশেষ ক্ষেত্রে ক্রোমিয়াম সালফেট দিয়েও ফিটকিরি বানানো হয়। 

পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটের সাথে ১২ অনু পানি যুত অবস্থায় থাকে বলে এটি স্ফটিকাকার ক্লাস তৈরি করে।

0 votes
by
রাসায়নিক ভাবে সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, আলুমিনিয়াম সালফেটের স্ফটিককে ফিটকিরি বলে। তবে অধিকাংশ ক্ষেত্রে পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটই ফিটকিরি। ফিটকিরির সংকেত হচ্ছে KAl(SO4)2·12H2O. কিছুক্ষেত্রে সোডিয়াম সালফেটও থাকে। আবার বিশেষ ক্ষেত্রে ক্রোমিয়াম সালফেট দিয়েও ফিটকিরি বানানো হয়। পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটের সাথে ১২ অনু পানি যুত অবস্থায় থাকে বলে এটি স্ফটিকাকার ক্লাস তৈরি হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...