in বিজ্ঞান বিভাগ by
তুঁতে প্রস্তুত প্রণালি ব্যাখ্যা কর?

1 Answer

+1 vote
by
 
Best answer

তুঁতে প্রস্তুত প্রণালীঃ তুঁতে একটি রাসায়নিক যৌগ।

তুঁতের উপাদান হচ্ছে কপার বা তামা এবং সালফেট আয়ন। সালফেট আয়ন আবার সালফার ও অক্সিজেন দিয়ে তৈরি।


পরীক্ষাগারে সাধারণত কপার কুচির সাথে গাড় সালফিউরিক এসিড উত্তপ্ত করা হয়। এর ফলে সালফিউরিক এসিড সরাসরি কপারের সাথে বিক্রিয়া করে কপার সালফেট উৎপন্ন করে। যা সামান্য পানির সাথে আদ্র কপার সালফেট তৈরি হয়। 


আবার বানিজ্যিক ভাবে সরাসরি কপার ব্যবহার না করে কপার অক্সাইড ব্যবহার করা হয়। কপার অক্সাইডের সাথে সালফিউরিক এসিড মেশালে কপার সালফেট ও পানি উৎপন্ন হয়।


CuO + H2SO4 = CuSO4 + H2O

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...