নীতিমালা

সদস্য হওয়ার নীতিমাঃ এখানে সদস্য হতে হলে অবশ্যই নিজের বৈধ সঠিক নাম ব্যবহার করতে হবে। অন্যের নামে একাউন্ট করা যাবেনা। যদি অন্যের নামে একাউন্ট করা হয় তবে যেকোন মুহুর্তে সেই একাউন্ট বন্ধ করে দেওয়া বা এডিট করা অথবা লিগাল আইন মোতাবেক কতৃপক্ষ ব্যবস্থা গ্রহন করতে পারবে। ইউজারের আত্মপক্ষ সামর্থনের সুযোগ থাকবেনা। তবে নিজের নাম সঠিক দিয়ে একাউন্ট করলে সেই সদস্য সর্বোচ্চ সম্মান ও আমাদের সার্ভিস পাবেন। কোন সমস্যায় তিনি সর্বোচ্চ সহযোগীতা পাবেন। কতৃপক্ষের যেকোন পদক্ষেপের কারণ তথ্য অধিকার আইনের ভিক্তিতে জানানো হবে।

প্রশ্ন পোস্ট করার নীতিমালাঃ রাষ্ট্র বিরোধী, দেশের জন্য অমঙ্গল বা অসম্মানের, কাউকে ব্যক্তিগত আক্রমন করে পোস্ট, শিক্ষামূলক ব্যতিত যৌন বা পর্ণ বিষয়ক পোস্ট, ধর্মীয় ঘৃণামূলক পোস্ট ইত্যাদি করা যাবে না। এসকল পোস্ট করলে কতৃপক্ষ তা ডিলিট করে দিতে পারবে অথবা পরিবর্তন করে ভিন্ন সকলের মঙ্গলজনক কোন পোস্টে রুপান্তরিত করে দিতে পারবে। এই উল্লেখিত বিষয় ছাড়া যেকোন জ্ঞানমূলক প্রশ্ন করা যাবে। প্রশ্ন করার সময় মূল প্রশ্ন, প্রশ্নের ব্যাখ্যা, তকমা ইত্যাদি ব্যবহার করতে হবে। কেউ না বুঝবে বা অনিচ্ছা বা অলসতা করে তকমা এবং প্রশ্নের ব্যাখ্যা না দিয়াই শূধু প্রশ্ন করলে কতৃপক্ষ বা মডারেটর ব্যাখ্যা ও তকমা জুড়ে দিতে পারবেন। প্রশ্নের যেকোন দায়ভার প্রশ্নকারী বহন করবে।

উত্তর পোস্ট করার নীতিমালাঃ কোন প্রশ্নে উত্তর প্রদান করার জন্য তথ্যবহুল উত্তর দিতে হবে। কপিপেস্ট করা যাবেনা। একান্তই কপিপেস্ট করতে হলে আসল সাইটের লিংক রেফারেন্স করে দিতে হবে। শুধুমাত্র একটি লিংক দিয়া এখানে দেখুন মূলক উত্তর দেওয়া যাবেনা। তবে উত্তরটি যদি আমাদের সাইটেরই অন্য প্রশ্নে থেকে থাকে সেক্ষেত্রে এভাবে লিংক করা যেতে পারে। উত্তরের দায়ভার উত্তরকারী বহন করবে।

মন্তব্য করার নীতিমালাঃ মন্তব্য অর্থবোধক ও সহজ হতে হবে। মন্তব্যের বক্তব্যের দায়ভার মন্তব্যকারী বহন করবেন।

ভোট ও সর্বোত্তম প্রদানের নীতিমালাঃ ভোট কোন পোস্টকে সামর্থন করা বোঝায়। কাজেই ভোট প্রদানকারী ব্যক্তি বুঝে ভোট প্রদান ও সর্বোত্তম করবেন।

সাইট ব্যবহারের নীতিমালাঃ এই সাইট প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জ্ঞান অর্জনের জন্য। আপনাদেরই জ্ঞান দ্বারা অপরের সাহায্য সহযোগীতার জন্য। সাইট সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করার জন্য উন্মুক্ত। তবে স্টান্ডার্ড ওয়েবসাইট কন্টেন্ট পলিসির নিয়ন্ত্রণে বিনা অনুমতিতে স্ক্রিণশট দেওয়া ও এডব্লকার ব্যবহার নিষিদ্ধ। লিখিতভাবে আপনাদের যে কন্টেন্ট গ্রহনের অনুমতি দেওয়া হচ্ছে তা আপনি ব্যবহার করতে পারবেন। শুধু মাত্র যা অনুমতি ও প্রকাশ করা হয়নি তা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে, হ্যাক টুল ব্যবহারের মাধ্যমে সংগ্রহ করা নিষিদ্ধ। এমনটি করলে কতৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবে।

তথ্য ব্যবহারের নীতিমালাঃ আমাদের সমস্ত তথ্য শুধুমাত্র মানুষের উপকারের জন্য। যেকোন বিষয়ের ভাল মন্দ দুটি দিক রয়েছে। আমাদের তথ্য শুধু মাত্র ভাল কাজে ব্যবহারের জন্য। আমাদের সাইটে প্রকাশিত তথ্য সম্পূর্ণ বা আংশিক বা মডিফাই করে মন্দ কাজে ব্যবহার সম্পূর্ণ অবৈধ ও নিষিদ্ধ। যেমন পরিবার পরিকল্পনা গ্রহনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রশ্নে যদি "সহবাস প্রটেকশন" মূলক তথ্য থাকে তবে তার অর্থ শুধু বিবাহিত দম্পতির ভবিষ্যত পরিকল্পণাকে সাহায্য করা। এই তথ্য অবিবাহিত কেউ নিষিদ্ধ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। এটি আইনগত অবৈধ ।

প্রশাসন কতৃপক্ষের সংরক্ষিত নীতিমালাঃ দেশ, জাতি সকলের মঙ্গলের জন্য প্রশাসন কতৃপক্ষ সাইটের তথ্য মডিফিকেশন, বা মুছে ফেলতে পারবে। কেউ যদি বিভিন্ন ফাকির মাধ্যমে অনৈতিক কাজে ব্যবহার করে তবে তার তথ্য প্রশাসন দেশের প্রচলিত আইনের কাছে দিতে পারবেন। এই বিষয়টি শুধু অপরয়াধীদের জন্য। দায়িত্ববান ও সুনাগরিকের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আমরা সুনাগরিকের তথ্য গোপন রাখার বিষয়ে বদ্ধপরিকর ও যত্নবান।

লিগাল ও আইনগত নীতিমালাঃ কোন তথ্যের কারণে দেশ, জাতি, ইউজার বা আপামর জনসাধারণের ক্ষতির সম্ভাবণা থাকলে কতৃপক্ষ বিষয়টি দেশের আইনের সাহায্য করতে পারবেন।

প্রাইভেসি রক্ষাগত নীতিমালাঃ অপরাধ, অনৈতিকতা ইত্যাদি ব্যতিত আমরা ইউজারের গোপনীয়তা সংরক্ষণে বদ্ধ পরিকর। আমরা কেবল সেই তথ্যই ব্যবহার করি যে তথ্য আপনারা সাধারণের জন্য প্রদান করেন। আপনাকে আরও ভাল সার্ভিস দেওয়ার জন্য আমরা আপনার সার্চ বিষয় ব্যবহার করতে পারব কিন্তু কখনোই এমন তথ্য ব্যবহার হবেনা যা আপনার পরিচয় প্রকাশ বা ইঙ্গিত করে। যেমন আপনি খুজলেন বাংলাদেশের রজধানীর নাম কি? তাহলে আমরা বাংলাদেশের রাজধানীর নাম কি তথ্যটি ব্যবহার করে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করব যা থেকে আপনি বাংলাদেশের রাজধানী সম্পর্কে আরও ভাল জানতে পারবেন। কিন্তু আপনি আপনার পরিচিতি মূলক কোন তথ্য ব্যবহার করা হবেনা। যেমন এই নামের ব্যক্তি প্রশ্ন করেছেন বাংলাদেশের রাজধানীর নাম কি? এভাবে আপনার তথ্য কখনোই উপস্থাপিত হবেনা। আপনার গোপনীয়তা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর। এ সম্পর্কে প্রাইভেসি পলিসি পেজে বিস্তারিত জানতে পারবেন।

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...