সমমোলার বা সমান পরিমাণ d-সমানু যেমন d ল্যাকটিক এসিড ও l (এল) সমানু যেমন l ল্যাকটিক এসিড এর মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। কারণ এই দুটি এনানসিওমার তাদের বিপরীত ও সমান ঘুর্ণন কোন পরস্পরকে আলোক নিষ্ক্রিয় করে দেয়।
আরও জানতে এই প্রশ্নটি দেখুন।