ফিটকিরি পানি বিশুদ্ধ করতে বা পানি পরিস্কারে ব্যাপক ব্যবহার হয়।
এছাড়া জীবাণু নাশক ও সেভের পর বা আফটার সেভ হিসাবে মুখে মাখা হয়। অনেকেই ত্বকের উপর বিভিন্ন ক্ষত, মেছতা, ব্রন ইত্যাদিতে ফিটকিরি দিয়ে থাকেন, কাটা ছেড়া, পোড়া স্থানের পাশে হালকা ফিটকিরি দিয়ে পরিস্কার করার প্রচলনও রয়েছে।
চর্মরোগ বিশেষ করে দাদ, ছুলী, ফাংগাস আক্রমন, ত্বকে সাদা স্থান সৃষ্টির স্থানে বহু মানুষ ফিটকিরি ব্যবহার করেন।