in রসায়ন by
পানি খরতার কারন কি

1 Answer

+1 vote
by
 
Best answer
যে পানি স্বাদে কষযুক্ত কটু, সাবানে সহজে ফেনা তৈরি হয়না তাকে খর পানি বলে।

পানি খরতার কারনঃ 

১। পানিতে ক্যালসিয়াম লবণ যেমন ক্যালসিয়াম বাই কার্বনেট, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি লবণ উপস্থিত থাকলে পানি খর হয়।

২। পানিতে ম্যাগনেসিয়াম লবন যেমন ম্যাগনেসিয়াম বাই কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি

৩। পানিতে আয়রণ ও সিলিকেট মিশ্রিত থাকলে

এছাড়া মাটিস্থ অন্যন্য আয়ন যেমন, সোডিয়াম পটাশিয়াম লবন, নাইট্রেট এর সামান্য দ্রবন, এলুমিনিয়াম অক্সাইডের মিশ্রন ইত্যাদি একত্রে মিশে পানিকে খর করে তোলে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...