in বিজ্ঞান বিভাগ by
রেসিমিক মিশ্রণ কাকে বলে?

রেসিমিক মিশ্রণ কি কাজে ব্যবহার হয়?

2 Answers

+1 vote
by
সমমোলার দুটি এনানসিওমার যেমন d-ল্যাকটিক এসিড ও l(এল)- ল্যাকটিক অ্যাসিড উভয় এক সমতলীয় আলোক তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘুরায়। ফলে d- সমানু ও l -সমানুর সমপরিমাণ মিশ্রণ পরস্পর তাদের বিপরীত ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট বা বাতিল করে দেয়। এর ফলে d- ও l- সমানুর এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। দুটি এনানসিওমার এরকম সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে।

d-ল্যাকটিক অ্যাসিড ও l- ল্যাকটিক এসিডের ঘূর্ণন কোণ যথাক্রমে +2.24 ও -2.24 ডিগ্রি। ফলে এদের যোগফল শুন্য এর মত পরস্পরকে আলোক নিরপেক্ষ করে দেয়।
0 votes
by
সমমোলার দুটি এনানসিওমার যেমন d-ল্যাকটিক এসিড ও l(এল)- ল্যাকটিক অ্যাসিড উভয় এক সমতলীয় আলোক তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘুরায়। ফলে d- সমানু ও l -সমানুর সমপরিমাণ মিশ্রণ পরস্পর তাদের বিপরীত ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট বা বাতিল করে দেয়। এর ফলে d- ও l- সমানুর এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। দুটি এনানসিওমার এরকম সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। d-ল্যাকটিক অ্যাসিড ও l- ল্যাকটিক এসিডের ঘূর্ণন কোণ যথাক্রমে +2.24 ও -2.24 ডিগ্রি। ফলে এদের যোগফল শুন্য এর মত পরস্পরকে আলোক নিরপেক্ষ করে দিয়ে থাকে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...