in জীব বিজ্ঞান by
অষ্ট ধাতুর আংটি পরলে কি হয়

1 Answer

0 votes
by
অষ্ট ধাতুর আংটি পরলে দেহে রক্ত চলাচল বৃদ্ধি পায় ফলে শরীর চাঙ্গা ও তারুণ্য বোধ হয়। অনেকেই বিষয়টি কবিরাজি ধাপ্পা বলেন কিন্তু বিষয়টি তা নয়।
রসায়ন এবং পদার্থ বিদ্যা থেকে আমরা জানি ধাতু গুলোর চারপাশে যে ইলেক্ট্রন রয়েছে তা নিজেদের কক্ষপথে থেকে ডি ব্রগলির সমীকরণ মতে তরঙ্গ শক্তি নির্গত করতে পারে। পদার্থ বিদ্যাতে পদার্থের মধ্যে তেজষ্ক্রিয় নিঃসরনের মত এক ধরনের শক্তি নির্গত হয় যা দেহে প্রবেশ করে রক্তের কণিকা গুলোকে শক্তি দেয়। শিরার মধ্যে খারাপ চর্বি জমে শিরা আটকাতে বাধা দেয় এমনি গুণ আছে অষ্ট ধাতুর।

নিউটনের অভিকর্ষ মতে প্রতিটি বস্তুর আকর্ষণ ক্ষমতা রয়েছে। অষ্ট ধাতুতে ভিন্ন ভিন্ন মৌল থাকায় তাদের ফ্রিকোয়েন্সী গুলো একত্রে বিশেষ বলরেখা গঠন করে যা দেহের জন্য খুবই উপকারী।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...