অনেকটা নীল বর্ণের স্ফটিকাকার আদ্র কপার সালফেটকে তুঁতে বলে। তুঁতে হচ্ছে বানিয়ার দোকানে বাণিজ্যিক নাম।
তুঁতের রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4.5H2O
এখানে কপার সালফেটের সাথে ৫ অনু পানি বিদ্যমান থাকে যে কারণে একে আদ্র কপার সালফেট বলা হয়।
এই আদ্রতার জন্যই এটি স্ফটিকাকার বা তালমিছরির মত শক্ত বড় দানা
তাপ দিয়ে এই আদ্রতা দূর করা যায়। কিন্তু তখন তা সাদা পাউডারে পরিণত হয়। তখন তাকে আর তুঁতে বলা হয়না।