in বিজ্ঞান বিভাগ by
তুঁতে কাকে বলে?

তুঁতের রাসায়নিক সংকেত কি?

1 Answer

+1 vote
by
 
Best answer

অনেকটা নীল বর্ণের স্ফটিকাকার আদ্র কপার সালফেটকে তুঁতে বলে। তুঁতে হচ্ছে বানিয়ার দোকানে বাণিজ্যিক নাম।


তুঁতের রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4.5H2O

এখানে কপার সালফেটের সাথে ৫ অনু পানি বিদ্যমান থাকে যে কারণে একে আদ্র কপার সালফেট বলা হয়।

এই আদ্রতার জন্যই এটি স্ফটিকাকার বা তালমিছরির মত শক্ত বড় দানা

তাপ দিয়ে এই আদ্রতা দূর করা যায়। কিন্তু তখন তা সাদা পাউডারে পরিণত হয়। তখন তাকে আর তুঁতে বলা হয়না।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...