in রসায়ন by
টিংচার আয়োডিনের ব্যবহার কি

What is tincture of iodine ?

1 Answer

+1 vote
by
 
Best answer
টিংচার আয়োডিন মূলত সোডিয়াম পটাশিয়াম আয়োডাইড এর সাথে এলকোহলের মিশ্রণ।
টিংচার আয়োডিন বেশ কিছু কাজে ব্যবহার হয়।

জীবাণু নাশক হিসাবে মেডিকেল সার্জারী সার্জারী যন্ত্রপাতি পরিস্কারে টিংচার আয়োডিন ব্যবহার।
এছাড়া ক্ষত স্থানে, পোড়া যায়গায় জীবাণু নাশক হিসাবে ব্যবহার আছে।

টিংচার আয়োডিন পানি বিশুদ্ধকরণেও বেশ ব্যবহার হয়। ফলমূল, শাকসবজি ইত্যাদি জীবাণু মুক্ত করতে টিংচার ব্যবহার হয়। সানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার হিসাবেও টিংচার ব্যবহার হয়।

টিংচার মূলত ব্যাকটেরিয়া মুক্ত করতে পারে। ভাইরাস প্রতিরোধ করতে পারে কিন্তু প্রোটোজোয়া জীবাণুকে মারতে পারেনা। উল্লেখ্য টিংচার ভাইরাসকেও মেরে ফেলেনা। শুধু কার্যকারীতা প্রতিরোধ করে মাত্র।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...