দৈর্ঘ্য, প্রস্থ্য ও উচ্চতা এই ৩ দিকের ধারণাকে ৩ডি বলা হয়। আমরা যখন কাগজে ফুল আকায় তখন উপর নিচ বরাবর প্রস্থ এবং বামে ডান বরাবর দৈর্ঘ বলে কিন্তু কাগজ থেকে উপরের দিকে কিছু থাকেনা। তাই ছবিটি ২ডি। কিন্তু যখন মাটি দিয়ে পুতুল বানায় তখন দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সৃষ্টি হয় বলে আয়তন বুঝতে পারি। তদ্রুপ ভার্চুয়ালী বা কম্পিউটারে যখন কিছু এই ৩টি দিকই ফুটিয়ে তোলা যায় তখন তাকে ৩ডি বা ৩ ডাইমেনশন বলে। ৩ডি এর জন্যই পজিশন নির্দিষ্ট করা ও শনাক্ত করা যায়।