সৌর ঝড়ঃ সূর্যে সবসময় প্লাজমা অবস্থা বিরাজ করে। এবং সূর্যে হাইড্রোজেন পরমাণু ফিউশান বিক্রিয়ায় হিলিয়াম নিউক্লিয়াসে রুপান্তরের মাধ্যমে শক্তি উৎপাদন করছে।
এই বিক্রিয়ায় বিক্রিয়ায়ক পদার্থ বিক্রিয়া স্থানে প্রবেশ ও উৎপাদ বেরিয়ে আসার প্রক্রিয়া সূর্যে সবসময় তীব্র স্রোত সৃষ্টি করে। প্লাজমা অবস্থাপ্রাপ্ত এই চলমান পদার্থ গুলো কখনো কখনো বিশাল ঘূর্ণিঝড়ের মত সৃষ্টি করে। একে সৌর ঝড় বলে।