ট্রান্সফরমার বাংলায় রুপান্তরক।
যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক ভোল্ট ও প্রবাহ মাত্রাকে এক বর্তনী থেকে আরেক বর্তনীতে পরিবর্তন করে ভোল্ট এর পরিমান কম বেশি করা হয় তাকে ট্রান্সফরমার বলে।
ট্রান্সফরমার এ ভোল্ট বাড়লে প্রবাহ কমে, আর প্রবাহ বাড়লে ভোল্ট কমে এভাবে মোট শক্তি ঠিক রেখে ট্রান্সফরমার বিদ্যুৎ শক্তিকে বর্তনী পরিবর্তন করে দেয়।