সাগর, নদীনালা ইত্যাদি জলাশয় থেকে পানি বাষ্প হয়ে উর্ধ আকাশে তাপমাত্রা হারিয়ে শিশিরাংকে পৌছায় তখন বাষ্প জমে মেঘের সৃষ্টি করে। এই মেঘের উপর ভূপৃষ্ঠের আকর্ষণের ফলে মেঘে স্থির বিদ্যুৎ সৃষ্টি হয়। এরুপ স্থির বিদ্যুৎ যুক্ত দুটি মেঘ পাশাপাশি আসলে তীব্র বৈদ্যুতিক আকর্ষণ সৃষ্টি হয় ফলে বিদ্যুৎ ক্ষরণ ঘটে। কিন্তু ভূপৃষ্ট বিদ্যুতকে আকর্ষণ করায় তা মেঘের সংঘর্ষ থেকে বাতাসের মাধ্যমে বিকট শব্দে নিচের দিকে চলে আসতে চাই। একে বজ্রপাত বলে।
মূলত এই প্রক্রিতায় বজ্রপাত ঘটে।