in পদার্থবিজ্ঞান by
সৌরচুল্লী কাকে বলে

2 Answers

+1 vote
by
জ্বালানীঃ সাধারণত জ্বালানী বলতে বোঝায় যা পুড়িয়ে শক্তি উৎপাদন করে সেই শক্তি দিয়া কাজ করা হয়, তাকে জ্বালানী বলে।

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হলেও অন্য বস্তু বা শক্তির সহায়তা ছাড়া মানুষ অসহায়।

মানুষ তার সুখ স্বাচ্ছন্দের জন্য অন্য বস্তু, শক্তি ইত্যাদি ব্যবহার করে জীবনকে সহজ ও সুন্দর করেছে। আর এসকল জিনিসের ব্যবহার করতে যেয়ে মানুষ অনবরত তা ধ্বংস করে চলেছে। প্রকৃতিতে শক্তি সীমিত। আসলে পদার্থবিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের মোট শক্তি অটুট থাকলেও মানুষের ক্ষমতায় ব্যবহারযোগ্য শক্তি খুবই কম।

তাই মানুষকে অনবরত নতুন নতুন শক্তির সন্ধান করতে হয়।

বলা হয়ে থাকে যে, পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য।

আর এই সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম বিক্রিয়া করে যে তাপ ও আলোক শক্তি উৎপন্ন করছে তাইই আমাদের মূল শক্তি। কিন্তু যেহেতু এজন্য মানুষের করার কিছু খুব কম তাই মানুষ কৃত্রিম ভাবে আগুন জ্বালিয়ে শক্তি পেতে চেষ্টা করে। আর যেসকল দ্রব্য পুড়িয়ে এই তাপ ও আলোক শক্তি মানুষ তৈরি করে সেগুলোকে এক কথায় জ্বালানী বলে। আমরা রান্নার কাজে কাঠ পোড়াই তাই কাঠই হচ্ছে চির পরিচিত জ্বালানী।

কিন্তু বর্তমান শহরে জীবনে তেল গ্যাসের সাথে মানুষ পরিচিত হয়ে ওঠায় এগুলোও সাধারণ জ্বালানীরুপে পরিচিতি পেয়েছে সহজ ভাবে।

কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক জ্বালানী আছে। যেমন ইউরেনিয়াম, প্লূটোনিয়াম এগুলোও জালানী। যদিও এগুলো ডাইরেক্ট আগুনে পোড়ানোর মত জ্বালানী নয়। 

খনিজ উপাদানের মধ্যে কয়লা হচ্ছে সবচেয়ে সস্তা জ্বালানী।

কিন্তু এগুলোর পরিমান সীমিত। তাই মানুষ নতুন নতুন উৎস খোজে।

চুল্লীঃ চুল্লী হচ্ছে একটি বিশেষ গঠনের মাটি বা কোন বস্তু দ্বারা তৈরি একটি সিস্টেম। যেখানে কয়লা, তেল, গ্যাস ইত্যাদি পুড়িয়ে শক্তি উৎপন্ন করে কাজ করা হয়।

সৌরচুল্লীঃ সৌরচুল্লীও তেমনি এমন এক সিস্টেম বা ব্যবস্থা যেখানে সূর্যের আলো বা তাপ ধরে তা দিয়া আমরা আমাদের কাজ করতে পারি।

প্রাথমিক ভাবে সৌরচুল্লী হিসাবে পরিচিত হচ্ছে কতগুলো কাচ বা আয়না ঝুড়ি বা গামলা আকৃতি করে তাপকে একটি কেন্দ্রে প্রতিফলিত করে ঐ কেন্দের তাপ বাড়িয়ে কাজ করা হয়।

বর্তমান আধুনিক সময়ে এখন আর কাচ বা আয়না ব্যবহার না করে একট জোড় লেন্স ব্যবহার করা হয়।

পিরোনিজ পার্বতের পাদদেশে সবচেয়ে বড় এই লেন্স বসিয়ে সৌরচুল্লী তৈরি করা হয়েছে।

কিন্তু বিজ্ঞানীদের কাছে শুধু এটি সৌরচুল্লী নয়।

মূলত যা দিয়া সূর্যের আলো ও তাপ ব্যবহার করা যায় তার সবকিছুই সৌরচুল্লী। এমনকি সোলার যা দিয়া আমরা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করি।

এই সোলার প্যানেলও এক প্রকার সৌরচুল্লী। 
0 votes
by
সাধারণত জ্বালানী বলতে বোঝায় যা পুড়িয়ে শক্তি উৎপাদন করে সেই শক্তি দিয়া কাজ করা হয়, তাকে জ্বালানী বলে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হলেও অন্য বস্তু বা শক্তির সহায়তা ছাড়া মানুষ অসহায়।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...