in ইতিহাস ও নিদর্শন by
মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী কি ছিলেন?

3 Answers

+1 vote
by
 
Best answer
মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী: উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা; চরিত্র ও কৃতিত্ব (Muizuddin Muhammad Ghuri: Foundation of the Muslim Rule in North India; Character and Achievements) মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী: উত্তর ভারতে মুসলিম শাসন, চরিত্র ও কৃতিত্ব ঘুরীদের পরিচয়: আফগানিস্তানের হিরাত ও গজনির মধ্যবর্তী পর্বতসংকুল স্থানে ঘাের রাজ্যটি অবস্থিত ছিল। এ রাজ্যের অধিপতিগণ ঘুরী নামে খ্যাত। ঘুরীদের পরিচয় সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। স্টেনলি লেনপুলসহ কোনাে কোনাে ঐতিহাসিক ঘুরীদের ‘আফগান জাতি সদ্ভূত’ বলে অভিহিত করেছেন। তবে অধিকাংশ পণ্ডিতের মতে, ঘুরীরা ছিল পূর্বাঞ্চলীয় পারসিক জাতি হতে উদ্ভূত। ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ ঘুরী বংশকে তাদের পূর্ব পুরুষ শাসনাব-এর নামানুসারে ‘শাসনাৰী বংশ বলে আখ্যায়িত করেছেন। ঐতিহাসিক তথ্য মতে খ্রিষ্টীয় দশম শতাব্দীতে শাসনাবীয়রা পারস্য থেকে মধ্য এশিয়া হয়ে ঘুরী রাজ্যে বসতি এবং ক্রমান্বয়ে আধিপত্য প্রতিষ্ঠা করে। একাদশ শতাব্দীর শুরুতে ১০০৯ খ্রিষ্টাব্দে সুলতান মাহমুদ ঘুরী রাজ্য আক্রমণ করে একে গজনির সামন্তরাজ্যে পরিণত করেন। নিয়মিত কর প্রদান ও আনুগত্য প্রদর্শন ছাড়াও সুলতান মাহমুদের রাজত্বকালে ঘুরীরা বিশ্বস্ততার সাথে তার পক্ষে যুদ্ধ করে। সুলতান মাহমুদের উত্তরাধিকারী গজনি সুলতানদের মধ্যে গৃহবিবাদ, অন্তঃকলহ ও সেলজুক তুর্কিদের সাথে যুদ্ধের ফলে গজনি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এ সুযােগে ঘুরীরা পুনরায় শক্তি সঞ্চয় করে এবং তারা গজনির সুলতানদের আনুগত্য অস্বীকার করে তাদের সাথে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। আরু দেখুনঃ- সুলতান মাহমুদের উত্তরসূরী গজনভি শাসকগন ও গজনি রাজবংশের পতন ক্ষমতার লড়াইয়ে ঘুরী সর্দার মালিক কুতুবউদ্দিন হাসান ও সাইফউদ্দিন ঘুরী গজনির সুলতান বাহরাম শাহের (১১১৭-৫২ খ্রি.) নিকট পরাজিত ও নির্মমভাবে নিহত হন। এ ঘটনা ঘুরীদের মধ্যে প্রতিশােধ স্পৃহা প্রজ্বলিত করে। নিহত ঘুরী ভ্রাতৃদ্বয়ের অনুজ আলাউদ্দিন হুসাইন ভ্রাতৃহত্যার প্রতিশােধ গ্রহণ করার জন্য গজনি আক্রমণ করে সুলতান বাহারাম শাহকে বিতাড়িত করেন। আলাউদ্দিন এক সপ্তাহ ধরে গজনি লুণ্ঠন, অগ্নিসংযােগ করে এর ইমরাতসমূহ ধ্বংস এবং অধিকাংশ অধিবাসীদের হত্যা করে ইতিহাসে ‘জাহানসুজ বা পৃথিবীদাহক হিসেবে খ্যাতি লাভ করেন। আলাউদ্দিন বলখ, তুখারিস্তান, জারুম, বুস্ত, ঘাজিস্তান প্রভৃতি অঞ্চল অধিকার করে ঘুরীদের কর্তৃত্ব সম্প্রসারণ করেন। তবে ঘুজ তুর্কিরা তাঁর নিকট থেকে বলখ, তুখারিস্তান এবং হিরাত ছিনিয়ে নেয়। ১১৬১ খ্রিষ্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সাইফউদ্দিন ঘাের রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঘুজ তুর্কিদের নিকট থেকে হিরাতের অংশবিশেষ দখল করেন বটে, তবে এসময় ঘুজরা সুলতান খসরু শাহকে পরাজিত করে গজনি দখল করে নেয়। সাইফুদ্দিনের পর তার চাচাতাে ভাই গিয়াস উদ্দিন মুহাম্মদ ঘুরী উত্তরাধিকারী হন। ঘুজদের পরাজিত করে তিনি গজনি অধিকার করেন । হিরাত ও কিরমানেও তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। খুরাসানের অংশবিশেষ তার সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। ১১৭৩ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিন তার ভাই মুইজউদ্দিনকে শিহাব উদ্দিন (ধর্মের অগ্নিশিখা) উপাধি দিয়ে গজনির শাসনভার অর্পণ করেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী (১২০৩-১২০৬ খ্রি.): উত্তর ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা (Sultan Muizuddin Muhammad Ghuri (1203-1206 AD): Foundation of the Muslim Rule in North India) মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম। তবে তিনি শিহাবউদ্দিন মুহাম্মদ ঘুরী বা মুহাম্মদ ঘুরী নামে সমধিক পরিচিত।
0 votes
by
মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী: উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা; চরিত্র ও কৃতিত্ব (Muizuddin Muhammad Ghuri: Foundation of the Muslim Rule in North India; Character and Achievements) মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী: উত্তর ভারতে মুসলিম শাসন, চরিত্র ও কৃতিত্ব ঘুরীদের পরিচয়: আফগানিস্তানের হিরাত ও গজনির মধ্যবর্তী পর্বতসংকুল স্থানে ঘাের রাজ্যটি অবস্থিত ছিল। এ রাজ্যের অধিপতিগণ ঘুরী নামে খ্যাত। ঘুরীদের পরিচয় সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। স্টেনলি লেনপুলসহ কোনাে কোনাে ঐতিহাসিক ঘুরীদের ‘আফগান জাতি সদ্ভূত’ বলে অভিহিত করেছেন। তবে অধিকাংশ পণ্ডিতের মতে, ঘুরীরা ছিল পূর্বাঞ্চলীয় পারসিক জাতি হতে উদ্ভূত। ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ ঘুরী বংশকে তাদের পূর্ব পুরুষ শাসনাব-এর নামানুসারে ‘শাসনাৰী বংশ বলে আখ্যায়িত করেছেন। ঐতিহাসিক তথ্য মতে খ্রিষ্টীয় দশম শতাব্দীতে শাসনাবীয়রা পারস্য থেকে মধ্য এশিয়া হয়ে ঘুরী রাজ্যে বসতি এবং ক্রমান্বয়ে আধিপত্য প্রতিষ্ঠা করে। একাদশ শতাব্দীর শুরুতে ১০০৯ খ্রিষ্টাব্দে সুলতান মাহমুদ ঘুরী রাজ্য আক্রমণ করে একে গজনির সামন্তরাজ্যে পরিণত করেন। নিয়মিত কর প্রদান ও আনুগত্য প্রদর্শন ছাড়াও সুলতান মাহমুদের রাজত্বকালে ঘুরীরা বিশ্বস্ততার সাথে তার পক্ষে যুদ্ধ করে। সুলতান মাহমুদের উত্তরাধিকারী গজনি সুলতানদের মধ্যে গৃহবিবাদ, অন্তঃকলহ ও সেলজুক তুর্কিদের সাথে যুদ্ধের ফলে গজনি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এ সুযােগে ঘুরীরা পুনরায় শক্তি সঞ্চয় করে এবং তারা গজনির সুলতানদের আনুগত্য অস্বীকার করে তাদের সাথে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। আরু দেখুনঃ- সুলতান মাহমুদের উত্তরসূরী গজনভি শাসকগন ও গজনি রাজবংশের পতন ক্ষমতার লড়াইয়ে ঘুরী সর্দার মালিক কুতুবউদ্দিন হাসান ও সাইফউদ্দিন ঘুরী গজনির সুলতান বাহরাম শাহের (১১১৭-৫২ খ্রি.) নিকট পরাজিত ও নির্মমভাবে নিহত হন। এ ঘটনা ঘুরীদের মধ্যে প্রতিশােধ স্পৃহা প্রজ্বলিত করে। নিহত ঘুরী ভ্রাতৃদ্বয়ের অনুজ আলাউদ্দিন হুসাইন ভ্রাতৃহত্যার প্রতিশােধ গ্রহণ করার জন্য গজনি আক্রমণ করে সুলতান বাহারাম শাহকে বিতাড়িত করেন। আলাউদ্দিন এক সপ্তাহ ধরে গজনি লুণ্ঠন, অগ্নিসংযােগ করে এর ইমরাতসমূহ ধ্বংস এবং অধিকাংশ অধিবাসীদের হত্যা করে ইতিহাসে ‘জাহানসুজ বা পৃথিবীদাহক হিসেবে খ্যাতি লাভ করেন। আলাউদ্দিন বলখ, তুখারিস্তান, জারুম, বুস্ত, ঘাজিস্তান প্রভৃতি অঞ্চল অধিকার করে ঘুরীদের কর্তৃত্ব সম্প্রসারণ করেন। তবে ঘুজ তুর্কিরা তাঁর নিকট থেকে বলখ, তুখারিস্তান এবং হিরাত ছিনিয়ে নেয়। ১১৬১ খ্রিষ্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সাইফউদ্দিন ঘাের রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঘুজ তুর্কিদের নিকট থেকে হিরাতের অংশবিশেষ দখল করেন বটে, তবে এসময় ঘুজরা সুলতান খসরু শাহকে পরাজিত করে গজনি দখল করে নেয়। সাইফুদ্দিনের পর তার চাচাতাে ভাই গিয়াস উদ্দিন মুহাম্মদ ঘুরী উত্তরাধিকারী হন। ঘুজদের পরাজিত করে তিনি গজনি অধিকার করেন । হিরাত ও কিরমানেও তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। খুরাসানের অংশবিশেষ তার সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। ১১৭৩ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিন তার ভাই মুইজউদ্দিনকে শিহাব উদ্দিন (ধর্মের অগ্নিশিখা) উপাধি দিয়ে গজনির শাসনভার অর্পণ করেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী (১২০৩-১২০৬ খ্রি.): উত্তর ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা (Sultan Muizuddin Muhammad Ghuri (1203-1206 AD): Foundation of the Muslim Rule in North India) মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম। তবে তিনি শিহাবউদ্দিন মুহাম্মদ ঘুরী বা মুহাম্মদ ঘুরী নামে সমধিক পরিচিত হয়।
0 votes
by
উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা; চরিত্র ও কৃতিত্ব (Muizuddin Muhammad Ghuri: Foundation of the Muslim Rule in North India; Character and Achievements) মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী: উত্তর ভারতে মুসলিম শাসন, চরিত্র ও কৃতিত্ব ঘুরীদের পরিচয়: আফগানিস্তানের হিরাত ও গজনির মধ্যবর্তী পর্বতসংকুল স্থানে ঘাের রাজ্যটি অবস্থিত ছিল। এ রাজ্যের অধিপতিগণ ঘুরী নামে খ্যাত। ঘুরীদের পরিচয় সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। স্টেনলি লেনপুলসহ কোনাে কোনাে ঐতিহাসিক ঘুরীদের ‘আফগান জাতি সদ্ভূত’ বলে অভিহিত করেছেন। তবে অধিকাংশ পণ্ডিতের মতে, ঘুরীরা ছিল পূর্বাঞ্চলীয় পারসিক জাতি হতে উদ্ভূত। ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ ঘুরী বংশকে তাদের পূর্ব পুরুষ শাসনাব-এর নামানুসারে ‘শাসনাৰী বংশ বলে আখ্যায়িত করেছেন। ঐতিহাসিক তথ্য মতে খ্রিষ্টীয় দশম শতাব্দীতে শাসনাবীয়রা পারস্য থেকে মধ্য এশিয়া হয়ে ঘুরী রাজ্যে বসতি এবং ক্রমান্বয়ে আধিপত্য প্রতিষ্ঠা করে। একাদশ শতাব্দীর শুরুতে ১০০৯ খ্রিষ্টাব্দে সুলতান মাহমুদ ঘুরী রাজ্য আক্রমণ করে একে গজনির সামন্তরাজ্যে পরিণত করেন। নিয়মিত কর প্রদান ও আনুগত্য প্রদর্শন ছাড়াও সুলতান মাহমুদের রাজত্বকালে ঘুরীরা বিশ্বস্ততার সাথে তার পক্ষে যুদ্ধ করে। সুলতান মাহমুদের উত্তরাধিকারী গজনি সুলতানদের মধ্যে গৃহবিবাদ, অন্তঃকলহ ও সেলজুক তুর্কিদের সাথে যুদ্ধের ফলে গজনি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এ সুযােগে ঘুরীরা পুনরায় শক্তি সঞ্চয় করে এবং তারা গজনির সুলতানদের আনুগত্য অস্বীকার করে তাদের সাথে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। আরু দেখুনঃ- সুলতান মাহমুদের উত্তরসূরী গজনভি শাসকগন ও গজনি রাজবংশের পতন ক্ষমতার লড়াইয়ে ঘুরী সর্দার মালিক কুতুবউদ্দিন হাসান ও সাইফউদ্দিন ঘুরী গজনির সুলতান বাহরাম শাহের (১১১৭-৫২ খ্রি.) নিকট পরাজিত ও নির্মমভাবে নিহত হন। এ ঘটনা ঘুরীদের মধ্যে প্রতিশােধ স্পৃহা প্রজ্বলিত করে। নিহত ঘুরী ভ্রাতৃদ্বয়ের অনুজ আলাউদ্দিন হুসাইন ভ্রাতৃহত্যার প্রতিশােধ গ্রহণ করার জন্য গজনি আক্রমণ করে সুলতান বাহারাম শাহকে বিতাড়িত করেন। আলাউদ্দিন এক সপ্তাহ ধরে গজনি লুণ্ঠন, অগ্নিসংযােগ করে এর ইমরাতসমূহ ধ্বংস এবং অধিকাংশ অধিবাসীদের হত্যা করে ইতিহাসে ‘জাহানসুজ বা পৃথিবীদাহক হিসেবে খ্যাতি লাভ করেন। আলাউদ্দিন বলখ, তুখারিস্তান, জারুম, বুস্ত, ঘাজিস্তান প্রভৃতি অঞ্চল অধিকার করে ঘুরীদের কর্তৃত্ব সম্প্রসারণ করেন। তবে ঘুজ তুর্কিরা তাঁর নিকট থেকে বলখ, তুখারিস্তান এবং হিরাত ছিনিয়ে নেয়। ১১৬১ খ্রিষ্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সাইফউদ্দিন ঘাের রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঘুজ তুর্কিদের নিকট থেকে হিরাতের অংশবিশেষ দখল করেন বটে, তবে এসময় ঘুজরা সুলতান খসরু শাহকে পরাজিত করে গজনি দখল করে নেয়। সাইফুদ্দিনের পর তার চাচাতাে ভাই গিয়াস উদ্দিন মুহাম্মদ ঘুরী উত্তরাধিকারী হন। ঘুজদের পরাজিত করে তিনি গজনি অধিকার করেন । হিরাত ও কিরমানেও তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। খুরাসানের অংশবিশেষ তার সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। ১১৭৩ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিন তার ভাই মুইজউদ্দিনকে শিহাব উদ্দিন (ধর্মের অগ্নিশিখা) উপাধি দিয়ে গজনির শাসনভার অর্পণ করেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী (১২০৩-১২০৬ খ্রি.):

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...