সপ্তম হেনরি মধ্যযুগে ইংল্যান্ডের রাজা হিসেবে দায়িত্ব পালন করা সপ্তম হেনরির শাসনকালের মেয়াদ ছিলো প্রায় ২৪ বছর (১৪৮৫-১৫০৯)। ইংল্যান্ডে টিউডরদের গোড়াপত্তনকারী এ রাজা একইসাথে ছিলেন ঝানু ব্যবসায়ী। তার সময়ে রাজ্যের বার্ষিক আয় তিনগুণ বেড়ে ১,৪২,০০০ ইউরোতে গিয়ে ঠেকে (বর্তমানের হিসেবে ৯,০০,০০,০০০ ইউরো)। এর পেছনে যেমন রাজার নিজের তুখোড় ব্যবসায়িক বুদ্ধি কাজ করেছিলো, তেমনি ছিলো তার লর্ড চ্যান্সেলর জন মর্টনের অনমনীয় কর নীতিও। এসব কারণে তাকে ‘হিসাবরক্ষক হেনরি’ নামে ডাকতো সবাই। এছাড়া সমুদ্রপথে বাণিজ্যের দক্ষ পরিচালনার জন্য ‘ফেরিওয়ালা রাজা’ নামটিও নিজের দখলে নিয়েছিলেন সপ্তম হেনরি।