প্রথম এডওয়ার্ড
১২৭২ থেকে ১৩০৭ সাল পর্যন্ত প্রায় ৩৫ বছর ইংল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন রাজা প্রথম এডওয়ার্ড। দীর্ঘ এ শাসনামলে সাম্রাজ্যের উত্তর সীমানায় অনেক যুদ্ধের মোকাবেলা করতে হয়েছিলো তাকে। এজন্য তার ডাকনাম হয়ে যায় ‘স্কটদের হাতুড়ি’। আবার তার সময়ের অন্যান্য লোকদের তুলনায় বেশ লম্বা ছিলেন রাজা, ৬ ফুট ২ ইঞ্চি। এজন্য তাকে ‘লম্বা পায়ের রাজা’ নামেও ডাকতো অনেকে।