in ইতিহাস ও নিদর্শন by
প্রথম রিচার্ড কি ছিলেন?

3 Answers

+1 vote
by
 
Best answer
প্রথম রিচার্ড ১১৮৯ থেকে ১১৯৯ সাল পর্যন্ত দশ বছর ইংল্যান্ডের রাজার ভূমিকায় থাকা প্রথম রিচার্ডকে ‘সিংহ-হৃদয়ের রিচার্ড’ নামেই চেনে সবাই। সমরাভিযানের দক্ষতা ও নিপুণ কৌশলই তাকে এনে দিয়েছিলো এ নামটি। তবে তার আরেকটি ডাকনামও ছিলো ‘Oc-E-Non’ অর্থাৎ ‘হ্যাঁ এবং না’। ঘুরিয়ে-পেঁচিয়ে কোনো কথা না বলে একেবারে সরাসরিই তা বলতে পছন্দ করতেন তিনি। এছাড়া তিনি ছিলেন বেশ স্বল্পভাষী। এজন্যই তার ভাগ্যে জুটেছিলো অদ্ভুত এ নাম।
+1 vote
by
প্রথম রিচার্ড ১১৮৯ থেকে ১১৯৯ সাল পর্যন্ত দশ বছর ইংল্যান্ডের রাজার ভূমিকায় থাকা প্রথম রিচার্ডকে ‘সিংহ-হৃদয়ের রিচার্ড’ নামেই চেনে সবাই। সমরাভিযানের দক্ষতা ও নিপুণ কৌশলই তাকে এনে দিয়েছিলো এ নামটি। তবে তার আরেকটি ডাকনামও ছিলো ‘Oc-E-Non’ অর্থাৎ ‘হ্যাঁ এবং না’। ঘুরিয়ে-পেঁচিয়ে কোনো কথা না বলে একেবারে সরাসরিই তা বলতে পছন্দ করতেন তিনি। এছাড়া তিনি ছিলেন বেশ স্বল্পভাষী।
0 votes
by
সমরাভিযানের দক্ষতা ও নিপুণ কৌশলই তাকে এনে দিয়েছিলো এ নামটি। তবে তার আরেকটি ডাকনামও ছিলো ‘Oc-E-Non’ অর্থাৎ ‘হ্যাঁ এবং না’। ঘুরিয়ে-পেঁচিয়ে কোনো কথা না বলে একেবারে সরাসরিই তা বলতে পছন্দ করতেন তিনি। এছাড়া তিনি ছিলেন বেশ স্বল্পভাষী। এজন্যই তার ভাগ্যে জুটেছিলো অদ্ভুত এ নাম।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...