in ইতিহাস ও নিদর্শন by
অষ্টম হেনরি কি ছিলেন?

2 Answers

0 votes
by
 
Best answer
অষ্টম হেনরি বাবার ব্যবসায়িক বুদ্ধির ছিটেফোঁটাও পান নি রাজা অষ্টম হেনরি। তার ব্যয়ের হাত ছিলো বেশ প্রসারিত। পাশাপাশি তখন ফ্রান্স ও স্কটল্যান্ডে চলা সামরিক অভিযানের জন্যও প্রচুর অর্থ ব্যয় হচ্ছিলো। এজন্যই শেষ দিকে এসে খরচ সামলাতে অনেক জায়গায়ই কাটছাঁট করতে বাধ্য হয়েছিলেন তিনি। এর মাঝে অন্যতম উল্লেখযোগ্য ছিলো মুদ্রার উপাদানে পরিবর্তন। আগে যেসব মুদ্রা শুধুমাত্র রুপা ও সোনা দিয়ে বানানো হতো, হেনরির ব্যয় সংকোচন নীতির ফলে এগুলোর সাথে তামার মতো কম দামী ধাতু মেশানো হতো। এর ফলে মুদ্রাগুলো হতো অত্যন্ত নিম্নমানের। প্রায় সময়েই ঘষা দিলে উপরের হালকা রুপার স্তর উঠে গিয়ে ভেতরের সস্তা তামার স্তর উন্মুক্ত হয়ে যেতো। দুর্ভাগ্যজনকভাবে মুদ্রার যেদিকে রাজার মুখের ছাপ থাকতো, সেদিকটাই ঘষায় বেশি ক্ষতিগ্রস্ত হতো। এজন্য রাজার নাম হয়ে যায় ‘তামাটে নাকের বুড়ো’! ক্ষতিগ্রস্ত মুদ্রা ক্ষতিগ্রস্ত মুদ্রা
0 votes
by
অষ্টম হেনরি বাবার ব্যবসায়িক বুদ্ধির ছিটেফোঁটাও পান নি রাজা অষ্টম হেনরি। তার ব্যয়ের হাত ছিলো বেশ প্রসারিত। পাশাপাশি তখন ফ্রান্স ও স্কটল্যান্ডে চলা সামরিক অভিযানের জন্যও প্রচুর অর্থ ব্যয় হচ্ছিলো। এজন্যই শেষ দিকে এসে খরচ সামলাতে অনেক জায়গায়ই কাটছাঁট করতে বাধ্য হয়েছিলেন তিনি। এর মাঝে অন্যতম উল্লেখযোগ্য ছিলো মুদ্রার উপাদানে পরিবর্তন। আগে যেসব মুদ্রা শুধুমাত্র রুপা ও সোনা দিয়ে বানানো হতো, হেনরির ব্যয় সংকোচন নীতির ফলে এগুলোর সাথে তামার মতো কম দামী ধাতু মেশানো হতো। এর ফলে মুদ্রাগুলো হতো অত্যন্ত নিম্নমানের। প্রায় সময়েই ঘষা দিলে উপরের হালকা রুপার স্তর উঠে গিয়ে ভেতরের সস্তা তামার স্তর উন্মুক্ত হয়ে যেতো। দুর্ভাগ্যজনকভাবে মুদ্রার যেদিকে রাজার মুখের ছাপ থাকতো, সেদিকটাই ঘষায় বেশি ক্ষতিগ্রস্ত হতো।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...