উপগ্রহ হচ্ছে প্রাকৃতিক ভাবে সূর্যের বিচ্ছিন্ন অংশ যা গ্রহের পাশে থেকে গ্রহের চারপাশে পরিক্রম করছে।
এই উপগ্রহ ক্ষুদ্র থেকে বিশাল বড় হতে পারে কিন্তু গ্রহের চেয়ে বড় হবেনা। তবে উপগ্রহ গুলো ক্ষুদ্র হলেও তা একেবারে ক্ষুদ্র হয়না। বিশাল দুই তিনটা বাসের মত বড় হতে পারে।
উপগ্রহ মাটি, বা গ্যাসের তৈরি হতে পারে।
অপরদিকে কৃত্রিম উপগ্রহ হল মানুষের তৈরি বিভিন্ন যন্ত্রাংশের একটি সমাবেশ যা বিশেষ কাজের একটি সিস্টেম। যেমন নেটওয়ার্ক স্টেশন। এটি পৃথিবীতেই মানুষ যন্ত্রপাতি দিয়ে তৈরি করে রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে যোগাযোগ ব্যবস্থা ও পৃথিবীকে নেটওয়ার্ক কভারেজ মনিটরিং করার জন্য। কৃত্রিম উপগ্রহ গুলো লোয়ার অরবিটাল বা নিচের দিকের কক্ষপথে অবস্থান করে।