1 Answer

0 votes
by
বস্তু ও পদার্থের মধ্যে পার্থক্যঃ-

বস্তু এবং পদার্থ মূলত একই জিনিস। বস্তু ও পদার্থ সমার্থক শব্দ মাত্র।

তবুও ব্যবহারিক অর্থে অনেকেই কিছু পার্থক্য করে থাকেন। যেমন মৌলিক বা যৌগিক কোন বিষয়ের ক্ষেত্রে পদার্থ শব্দটি বেশি ব্যবহার হয় কিন্তু আসলে বিশ্ব জগতে যা কিছুর ভর ওজন আছে, স্পর্শ করা যায়, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তা সবই পদার্থ। কিন্তু যেগুলো একেবারে গৃহস্থ বা সাধারণ ব্যবহার করা হয় তবুও তার নির্ধারিত নাম নাই সেগুলোকে অনেকেই বস্তু হিসাবে চিহ্নিত করে।

যেমন সোনা, রুপা, ইট পাথর, মাটি সবই পদার্থ।

এদের মধ্যে কাঠের জিনিস যার কোন নাম নাই। নষ্ট দ্রব্যাদি, পচনশীল আবর্জনা এগুলোকে বস্তু হিসাবে চিহ্নিত করে।

এক্ষেত্রেও এটি স্পষ্ট যে সকল বস্তুই পদার্থ, সবকিছুই পদার্থ। শুধু দৈনন্দিন ব্যবহারের নামের ভিক্তিতে সব পদার্থই বস্তু নয়।

যদিও প্রকৃত অর্থে এটা বলা ভিক্তিহীন

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...