যে গাছের উপর সবচেয়ে বেশি বজ্রপাত হয়ঃ
ওক গাছের উপর সবচেয়ে বেশি বজ্রপাত হয়।
কারন ওক গাছ যেমন ডালপালা চারদিকে বেশি বিস্তৃত তেমনি গাছের কান্ড রসাল। এতে বজ্রপাতের বিদ্যুৎ সহজে দ্রুত মাটিতে চলে যেতে পারে।
আবার ওক গাছের দেহে বিভিন্ন খনিজ উপাদানের মুক্ত ইলেক্ট্রন যথেষ্ট বেশি। তাই বিদ্যুৎ চলাচল সহজ ও পাশে থেকে বিদ্যুৎ আবেশ টানতে সাহায্য করে। এজন্য এই গাছের উপর বজ্রপাত বেশি হয়।