in অবিশ্বাস্য অজানা by
পৃথিবী প্রতিবছর কত ভর হারায়

2 Answers

0 votes
by
আমাদের এই পৃথিবী মহাজাগতিক ক্রিয়ার নিয়মে ভর হারাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন পৃথিবীর ভর কমে যাচ্ছে।

এই কমার গড় পরিমান হচ্ছে, আমাদের পৃথিবী প্রতি বছর মোট ৫৫ হাজার টন ভর হারাচ্ছে।

এই হারানো ভরের অধিকাংশ মহাজাগতিক। মানুষের কিছু করার নাই।

কিন্তু মানুষের কর্মকান্ডেও বিশেষ করে বিজ্ঞানীদের জন্যও ভর হারাচ্ছে যা কৃত্রিম।

কারন রকেট, স্যাটেলাইট ইত্যাদি পৃথিবীর উপাদান দিয়া তৈরি এবং তা মহাকাশের কক্ষপথে চলে যাচ্ছে। রকেটের জ্বালানী হিসাবেও পৃথিবীর উপাদান ব্যবহার হওয়ায় পৃথিবী ভর হারাচ্ছে। 
0 votes
by
আমাদের এই পৃথিবী মহাজাগতিক ক্রিয়ার নিয়মে ভর হারাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন পৃথিবীর ভর কমে যাচ্ছে। এই কমার গড় পরিমান হচ্ছে, আমাদের পৃথিবী প্রতি বছর মোট ৫৫ হাজার টন ভর হারাচ্ছে। এই হারানো ভরের অধিকাংশ মহাজাগতিক। মানুষের কিছু করার নাই। কিন্তু মানুষের কর্মকান্ডেও বিশেষ করে বিজ্ঞানীদের জন্যও ভর হারাচ্ছে যা কৃত্রিম। কারন রকেট, স্যাটেলাইট ইত্যাদি পৃথিবীর উপাদান দিয়া তৈরি এবং তা মহাকাশের কক্ষপথে চলে যাচ্ছে। রকেটের জ্বালানী হিসাবেও পৃথিবীর উপাদান ব্যবহার হওয়ায় পৃথিবী ভর হারাচ্ছে এভাবে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...