1 Answer

0 votes
by
যে রোধ বাক্সের
রোধগুলোকে হুইটস্টোন
ব্রিজের তিনটি বাহু
হিসেবে বিবেচনা করে এর
সাহায্যে হুইটস্টোন
ব্রিজের নীতি ব্যবহার করে
কোন অজানা রোধ নির্ণয়
করা যায়, তাকেপোস্ট
অফিস বক্স (Post Office Box)
বলে।
পোস্ট অফিস বক্স হুইটস্টোন
ব্রিজের আরেকটি
ব্যবহারিক রূপ। পূর্বে পোস্ট
অফিসের লোকজন
টেলিগ্রাম, টেলিফোন
লাইনের তারের রোধ
নির্ণয়ের জন্য এই যন্ত্র
ব্যবহার করতেন বলে একে
পোস্ট অফিস বক্স বলা হয়।
যন্ত্রের বর্ণনা
পোস্ট অফিস বক্স একটি
বিশেষ ধরনের রোধ বাক্স।
নিচে এই যন্ত্রের একটি
নক্শা দেখানো হলো। এই
যন্ত্রের মূল বিষয়গুলো সহজ
করে দেখানো হয়েছে। এই
বাক্সে তিন লাইনে রোধ
সাজানো থাকে। এই
রোধগুলো তিনটি অংশে
বিভক্ত থাকে। যন্ত্রের
প্রথম লাইন AC দুটি অংশ AB ও
BC-তে বিভক্ত। প্রতিটি
অংশে 10, 100 ও 1000 ও'মের
তিনটি করে রোধ কুণ্ডলী
থাকে। এই অংশ দুটি
হুইটস্টোন ব্রিজের প্রথম ও
দ্বিতীয় বাহুর অর্থাৎ P ও Q
রোধের কাজ করে এবং
এদের বলা হয় অনুপাত বাহু।
তৃতীয় অংশ যন্ত্রের
দ্বিতীয় ও তৃতীয় লাইন
মিলে A থেকে D পর্যন্ত
বিস্তৃত এবং এটি হুইটস্টোন
ব্রিজের তৃতীয় বাহুর অর্থাৎ
R রোধের কাজ করে, এতে
সাধারণত 1 থেকে 5000
ও’মের বিভিন্ন রোধ কুণ্ডলী
শ্রেণি সমন্বয়ে যুক্ত থাকে।
যে কোন কুণ্ডলীর প্লাগ
তুললে ঐ রোধ বর্তনীর
অন্তর্ভুক্ত হয়। এভাবে 11110
ও’ম পর্যন্ত অন্তর্ভুক্ত করা
যায়। প্রকৃতপক্ষে এই বাহুর
রোধ নিয়ন্ত্রণ করেই
ভারসাম্য অবস্থার সৃষ্টি
করা হয়।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...