তড়িৎ আধানরূপে শক্তি
সঞ্চয় করার সামর্থ্যকে
ধারকত্ব বলা হয়। ধারকত্ব
বজায় রাখার জন্য উদ্ভাবিত
যান্ত্রিক কৌশলই (mechanical
device) ধারক। কোনো উৎস
যেমন তড়িৎকোষ থেকে
ধারকে শক্তি সঞ্চয় করে
পুনরায় তা ব্যবহার করা হয়।
যে কোনো আকৃতির দুটি
পরিবাহীর মধ্যবর্তী
স্থানে কোনো অন্তরক
পদার্থ যেমন- বায়ু, কাচ,
প্লাস্টিক ইত্যাদি স্থাপন
করে ধারক তৈরি করা হয়।
পরিবাহী দুটিকে ধারকের
পাত এবং অন্তরক পদার্থকে
ডাইইলেকট্রিক বলে।