যখন কোন ক্যাটায়ন একটি
অ্যানায়নের খুব নিকটে
আসে তখন ক্যাটায়নের
সামগ্রিক ধনাত্মক চার্জ
অ্যানায়নের ইলেকট্রন
মেঘমালাকে নিজের দিকে
আকর্ষণ করে। একই সাথে
ক্যাটায়নটি অ্যানায়নের
নিউক্লিয়াসকে বিকর্ষণ
করে। আকর্ষণ ও বিকর্ষণের
নীট ক্রিয়ায় অ্যানায়নের
ইলেকট্রন মেঘ ক্যাটায়নের
দিকে সরে আসে। এ ঘটনাকে
ক্যাটায়ন কর্তৃক
অ্যানায়নের বিকৃতি বা
পোলারায়ন বলে এবং
সংশ্লিষ্ট অণুটিকে তখন
পোলারিত অণু বলা হয়।