1 Answer

0 votes
by
রেফ্রিজারেটরএক ধরনের
তাপ ইঞ্জিন যা
বিপরীতমুখী হয়ে কাজ
করে। রেফ্রিজারেটর
পরিবেশের চেয়ে শীতলতর
বস্তু হতে তাপ গ্রহণ করে
কিছু কাজ সম্পাদন করে এবং
বাকি তাপশক্তি উৎসে
বর্জন করে।
রেফ্রিজারেটর ইদানিং
আমাদের দৈনন্দিন জীবনের
একটি অপরিহার্য উপাদান।
বিশেষ করে শহুরে জীবনে
রেফ্রিজারেটর ছাড়া এক
দিনও চলে না। সংক্ষেপে
একে বলা হয় ফ্রিজ। ফ্রিজে
খাদ্যবস্তু বা অন্যান্য
পচনশীল দ্রব্য যেমন মাছ,
মাংস, কাঁচা ও রান্না করা
তরিতরকারি এবং জীবন
রক্ষাকারী ওষুধপত্র
ইত্যাদি নিম্ন মাত্রায়
দীর্ঘ দিন সংরক্ষণ করা
যায়। এ তাপমাত্রায়
ব্যাকটেরিয়া খাদ্যবস্তু বা
অন্যান্য সামগ্রী পচিয়ে
ফেলতে পারে না। ফলে
অনেক দিন টাটকা ও ভালো
থাকে।
আমরা জানি একটি তাপ
ইঞ্জিন উচ্চতাপমাত্রার
তাপ উৎস থেকে তাপ শোষণ
করে, সেই তাপের খানিকটা
কাজে পরিণত করে এবং
বাকি তাপ নিম্ন
তাপমাত্রার তাপ গ্রাহকে
বর্জন করে। কিন্তু
রেফ্রিজারেটর নিম্ন
তাপমাত্রার তাপ উৎস
থেকে তাপ গ্রহণ করে এবং
উচ্চ তাপমাত্রার
তাপগ্রাহকে তাপ বর্জন
করে। তাপ ইঞ্জিন ও
রেফ্রিজারেটরের প্রধান
পার্থক্য হলো তাপ ইঞ্জিনে
সিস্টেম দ্বারা কাজ
সম্পাদিত হয় আর
রেফ্রিজারেটরে
সিস্টেমের উপর কাজ
সম্পাদিত হয়।
রেফ্রিজারেটরের মধ্য
থেকে বিশেষ উপায়ে তাপ
শক্তিকে বের করে দেয়ার
ব্যবস্থা করা হয়। ফলে এর
মধ্যে কক্ষ তাপমাত্রা
থেকে অনেক নিম্ন (0°C
থেকে ও কম) তাপমাত্রা
সৃষ্টি হয়। আমরা জানি
প্রকৃতির নিয়ম অনুসারে তাপ
সবসময় উচ্চতর উষ্ণতার বস্তু
থেকে শীতলতর বস্তুতে
সঞ্চালিত হয়। উল্টোটি
সাধারণত ঘটে না, অর্থাৎ
শীতল বস্তু থেকে তাপ উষ্ণ
বস্তুতে যায় না। উল্টোটি
ঘটাতে হলে অর্থাৎ কোনো
শীতল বস্তু থেকে তাপ উষ্ণ
বস্তুতে সঞ্চালিত করতে
হলে কার্যনির্বাহী বস্তুর
ওপর বাইরে থেকে
যান্ত্রিক শক্তি ব্যয় করতে
হয়। এ ব্যবস্থাকে তাপ
পাম্পও (Heat pump) বলে। তবে
শীতের দেশে বাইরের
শীতল উৎস থেকে তাপ
সংগ্রহ করে ঘর গরম করার যে
প্রক্রিয়া সেটাই হচ্ছে তাপ
পাম্প।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...