1 Answer

0 votes
by
অজৈব এসিডের অণুতে
উপস্থিত অ্যানায়নের উপর
ভিত্তি করে এদেরকে
নামকরণ করা হয়। যেমন–
অ্যানায়নের নামের শেষে
‘আইড’ (−ide) থাকলে এর
পরিবর্তে ‘ইক’ (−ic) বসে এবং
হাইড্রো (হাইড্রোজেনের
জন্য) কথাটি নামের পূর্বে
ব্যবহৃত হয়।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...