কাজ ও ক্ষমতার মধ্যে
পার্থক্য নিচে উল্লেখ করা
হলো–
কাজ
কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত
হলে বল এবং বলের দিকে
বস্তুর অতিক্রান্ত দূরত্বের
গুণফলকে কাজ বলে।
কাজ পরিমাপ করতে সময়ের
প্রয়োজন হয় না।
কাজ = বল × সরণ
ক্ষমতা
কোনো ব্যক্তি বা উৎস
দ্বারা সম্পাদিত কাজের
হারই হলো ক্ষমতা।
ক্ষমতা পরিমাপ করতে
সময়ের প্রয়োজন হয়।
ক্ষমতা = কাজ/সময়।