3 Answers

0 votes
by

কাজ ও ক্ষমতার মধ্যে
পার্থক্য নিচে উল্লেখ করা
হলো–
কাজ
কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত
হলে বল এবং বলের দিকে
বস্তুর অতিক্রান্ত দূরত্বের
গুণফলকে কাজ বলে।
কাজ পরিমাপ করতে সময়ের
প্রয়োজন হয় না।
কাজ = বল × সরণ
ক্ষমতা
কোনো ব্যক্তি বা উৎস
দ্বারা সম্পাদিত কাজের
হারই হলো ক্ষমতা।
ক্ষমতা পরিমাপ করতে
সময়ের প্রয়োজন হয়।
ক্ষমতা = কাজ/সময়।
0 votes
by
কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো– কাজ কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজ পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয় না। কাজ = বল × সরণ ক্ষমতা কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের হারই হলো ক্ষমতা। ক্ষমতা পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয়।
0 votes
by
কাজ ও ক্ষমতার পার্থক্য
কাজ ক্ষমতা 
১। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর কিছু সরণ ঘটে তবে তাকে কাজ বলে। ১। কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। 
২। কাজের পরিমাণ প্রয়োগকৃত বলের উপর নির্ভর করে। কাজ W=Fs cosθ২। ক্ষমতা পরিমাপের জন্য মোট কাজের প্রয়োজন হয়না, নির্দিষ্ট পরিমাণ বা একই পরিমাণ কাজ করতে যার যত কম সময় লাগবে তার ক্ষমতা বেশি হবে। 
৩। কাজ দুই প্রকারঃ বলের বলের দ্বারা কাজ বা বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ এবং বলের বিরুদ্ধে কাজ বা বলের বিপরীত দিকে কাজ বা ঋনাত্মক কাজ। ৩। ক্ষমতার কোন প্রকারভেদ নাই তাই ক্ষমতা রুপান্তরের প্রয়োজন হয়না অর্থাৎ ক্ষমতার রুপান্তর নাই। 
৪। [ ML2T-২ ]৪। ক্ষমতার মাত্রা হচ্ছে [ ML2T-3 ]
৫। কাজের একক জুল।৫। ক্ষমতার একক ওয়াট। 

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...