তাত্ত্বিকভাবে উপযুক্ত
পরিবেশে সকল
বিক্রিয়াকে উভমুখী বলে
গণ্য করা হয়। তবে অনেক
রাসায়নিক বিক্রিয়ায়
পশ্চাৎবর্তী বিক্রিয়ার
হার এত কম যে তা সম্মুখী
বিক্রিয়ার তুলনায় অত্যন্ত
নগণ্য। এসব ক্ষেত্রে বাস্তবে
ঐ বিক্রিয়াকে একমুখী
বিক্রিয়ারূপে গণ্য করা
যায়।
উদাহরণস্বরূপ :হাইড্রোজেন ও
অক্সিজেনকে উত্তপ্ত করলে
জলীয়বাষ্প সৃষ্টি তখন সে
বিক্রিয়া অসম্পূর্ণ অবস্থায়
হয় না, অক্সিজেন বা
হাইড্রোজেন নিঃশেষ না
হওয়া পর্যন্ত বিক্রিয়া
চলে।
2H2(g) + O2(g) → 2H2O(g)
এছাড়া বিশুদ্ধ পানি নিয়ে
১০০°C তাপমাত্রায় উত্তপ্ত
করলে জলীয়বাষ্প সৃষ্টি হয়
তাতে মুক্ত হাইড্রোজেন বা
অক্সিজেনের অস্তিত্ব ধরা
পড়ে না। সুতরাং
তাপমাত্রার এ
বিক্রিয়াকে বাস্তবে
একমুখী ধরা যায়।