2 Answers

0 votes
by
তাত্ত্বিকভাবে উপযুক্ত
পরিবেশে সকল
বিক্রিয়াকে উভমুখী বলে
গণ্য করা হয়। তবে অনেক
রাসায়নিক বিক্রিয়ায়
পশ্চাৎবর্তী বিক্রিয়ার
হার এত কম যে তা সম্মুখী
বিক্রিয়ার তুলনায় অত্যন্ত
নগণ্য। এসব ক্ষেত্রে বাস্তবে
ঐ বিক্রিয়াকে একমুখী
বিক্রিয়ারূপে গণ্য করা
যায়।
উদাহরণস্বরূপ :হাইড্রোজেন ও
অক্সিজেনকে উত্তপ্ত করলে
জলীয়বাষ্প সৃষ্টি তখন সে
বিক্রিয়া অসম্পূর্ণ অবস্থায়
হয় না, অক্সিজেন বা
হাইড্রোজেন নিঃশেষ না
হওয়া পর্যন্ত বিক্রিয়া
চলে।
2H2(g) + O2(g) → 2H2O(g)
এছাড়া বিশুদ্ধ পানি নিয়ে
১০০°C তাপমাত্রায় উত্তপ্ত
করলে জলীয়বাষ্প সৃষ্টি হয়
তাতে মুক্ত হাইড্রোজেন বা
অক্সিজেনের অস্তিত্ব ধরা
পড়ে না। সুতরাং
তাপমাত্রার এ
বিক্রিয়াকে বাস্তবে
একমুখী ধরা যায়।
0 votes
by
তাত্ত্বিকভাবে উপযুক্ত পরিবেশে সকল বিক্রিয়াকে উভমুখী বলে গণ্য করা হয়। তবে অনেক রাসায়নিক বিক্রিয়ায় পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার এত কম যে তা সম্মুখী বিক্রিয়ার তুলনায় অত্যন্ত নগণ্য। এসব ক্ষেত্রে বাস্তবে ঐ বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ারূপে গণ্য করা যায়। উদাহরণস্বরূপ :হাইড্রোজেন ও অক্সিজেনকে উত্তপ্ত করলে জলীয়বাষ্প সৃষ্টি তখন সে বিক্রিয়া অসম্পূর্ণ অবস্থায় হয় না, অক্সিজেন বা হাইড্রোজেন নিঃশেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়া চলে। 2H2(g) + O2(g) → 2H2O(g) এছাড়া বিশুদ্ধ পানি নিয়ে ১০০°C তাপমাত্রায় উত্তপ্ত করলে জলীয়বাষ্প সৃষ্টি হয় তাতে মুক্ত হাইড্রোজেন বা অক্সিজেনের অস্তিত্ব ধরা পড়ে না। সুতরাং তাপমাত্রার এ বিক্রিয়াকে বাস্তবে একমুখী ধরা হয়ে থাকে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...