রাসায়নিক বিক্রিয়াহলো
এমন একটি প্রক্রিয়া যার
মাধ্যমে এক বা একাধিক
পদার্থ এক বা একাধিক নতুন
পদার্থে রূপান্তরিত হয়।
রাসায়নিক বিক্রিয়ায়
অংশগ্রহণকারী
পদার্থগুলোকে বিকারক বা
বিক্রিয়ক পদার্থ বলা হয়।
অপরদিকে রাসায়নিক
বিক্রিয়ার ফলে নতুন
ধর্মবিশিষ্ট যেসব পদার্থ
উৎপন্ন হয়, তাদের
বিক্রিয়াজাত পদার্থ বা
উৎপাদ বলা হয়। যেমন–
হাইড্রোজেন ও অক্সিজেন
একে অপরের সাথে মিলিত
হয়ে পানি উৎপন্ন করে।
এক্ষেত্রে পানি
হাইড্রোজেন ও অক্সিজেন
হতে সম্পূর্ন আলাদা পদার্থ।
সুতরাং এ প্রক্রিয়া একটি
রাসায়নিক বিক্রিয়া।
এই বিক্রিয়ায়
অংশগ্রহণকারী
হাইড্রোজেন ও অক্সিজেন
হলো বিক্রিয়ক পদার্থ এবং
উৎপন্ন হওয়া পানি হলো
উৎপাদক পদার্থ।