আন্তর্জাতিক পদ্ধতিতে
ভরের একক হলো কিলোগ্রাম
(kg)। সংক্ষেপে এটি কেজি
হিসেবে পরিচিত।
ফ্রান্সের সাভ্রেতে
অবস্থিত ওজন ও পরিমাপের
আন্তর্জাতিক সংস্থার
অফিসে সংরক্ষিত
প্লাটিনাম-ইরিডিয়াম
সংকর ধাতুর তৈরি একটি
দণ্ডের ভরকে এক্ষেত্রে
আদর্শ হিসেবে ধরা হয়। কম
ভরের জন্য গ্রাম এবং বেশি
ভরের জন্য কুইন্টাল ও
মেট্রিকটন একক ব্যবহৃত হয়।