in ইতিহাস ও নিদর্শন by
প্রথম উইলিয়াম কি ছিলেন?

2 Answers

0 votes
by
 
Best answer
১১৫৪ থেকে ১১৬৬ সাল পর্যন্ত সিসিলির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম উইলিয়াম। শাসক হিসেবে শুরুতে বেশ ভালোই দক্ষতার পরিচয় দিয়েছিলেন উইলিয়াম। তার সময়ে সেখানে শিক্ষার প্রসার ঘটে। বিভিন্ন ধর্মেও প্রতিও তিনি সহনশীল ছিলেন বলে জানা যায়। প্রথম উইলিয়াম প্রথম উইলিয়াম তবে এতকিছুর পরেও রাজার কপালে একটি ডাকনাম জুটে যায়- ‘খারাপ’। কেন্দ্রের শাসনক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সিসিলির ব্যারনদের ক্ষমতার অবদমন জনতার কাছে তার অবস্থানের অবনমন ঘটায়। ১১৬০ সালে আফ্রিকায় সিসিলির অধিকৃত অঞ্চলগুলো হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে রাজ্যজুড়ে তার বিরুদ্ধে বিদ্রোহও শুরু হয়। ফলে ‘খারাপ’ ডাকনামটি একেবারে পাকাপোক্তভাবেই কপালে জুটে যায় এ রাজার।
0 votes
by
১১৫৪ থেকে ১১৬৬ সাল পর্যন্ত সিসিলির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম উইলিয়াম। শাসক হিসেবে শুরুতে বেশ ভালোই দক্ষতার পরিচয় দিয়েছিলেন উইলিয়াম। তার সময়ে সেখানে শিক্ষার প্রসার ঘটে। বিভিন্ন ধর্মেও প্রতিও তিনি সহনশীল ছিলেন বলে জানা যায়। প্রথম উইলিয়াম প্রথম উইলিয়াম তবে এতকিছুর পরেও রাজার কপালে একটি ডাকনাম জুটে যায়- ‘খারাপ’। কেন্দ্রের শাসনক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সিসিলির ব্যারনদের ক্ষমতার অবদমন জনতার কাছে তার অবস্থানের অবনমন ঘটায়। ১১৬০ সালে আফ্রিকায় সিসিলির অধিকৃত অঞ্চলগুলো হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে রাজ্যজুড়ে তার বিরুদ্ধে বিদ্রোহও শুরু হয়। ফলে ‘খারাপ’ ডাকনামটি একেবারে পাকাপোক্তভাবেই কপালে জুটে যায় এ রাজার সব।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...