in ইতিহাস ও নিদর্শন by
প্রথম সেবাস্টিয়ান কে ছিলেন?

2 Answers

0 votes
by
প্রথম সেবাস্টিয়ান

পর্তুগাল ও আল্গ্রেভসের রাজা প্রথম সেবাস্টিয়ান তার জন্মের দু’সপ্তাহ আগেই অর্থাৎ মায়ের গর্ভে থাকাকালেই রাজা হিসেবে ঘোষিত হন। কারণ জন্মের দু’সপ্তাহ আগে তার বাবা মারা যান। তার দাদা তৃতীয় জন মারা গেলে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে আসীন হন সেবাস্টিয়ান। চব্বিশ বছর বয়সে যুদ্ধরত অবস্থায় যখন সেবাস্টিয়ান মারা যান, তখনও বিয়ে করেন নি তিনি। ঐতিহাসিকদের মতে, নারী সংস্পর্শেও কখনো আসা হয় নি সেবাস্টিয়ানের। তাই ‘ভার্জিন কিং’ নামেই পরিচিত ছিলেন এ রাজা।
0 votes
by
প্রথম সেবাস্টিয়ান পর্তুগাল ও আল্গ্রেভসের রাজা প্রথম সেবাস্টিয়ান তার জন্মের দু’সপ্তাহ আগেই অর্থাৎ মায়ের গর্ভে থাকাকালেই রাজা হিসেবে ঘোষিত হন। কারণ জন্মের দু’সপ্তাহ আগে তার বাবা মারা যান। তার দাদা তৃতীয় জন মারা গেলে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে আসীন হন সেবাস্টিয়ান। চব্বিশ বছর বয়সে যুদ্ধরত অবস্থায় যখন সেবাস্টিয়ান মারা যান, তখনও বিয়ে করেন নি তিনি। ঐতিহাসিকদের মতে, নারী সংস্পর্শেও কখনো আসা হয় নি সেবাস্টিয়ানের। তাই ‘ভার্জিন কিং’ নামেই পরিচিত ছিলেন।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...