একজন মানুষ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেন, বিশ্বাসভঙ্গ করেন তাহলে সর্বপ্রথম আপনার কার কথা মনে পড়বে? পদার্থবিজ্ঞানের ভাষ্যানুযায়ী, সকল তুলনার জন্য আপনার একটি প্রসঙ্গ বস্তু প্রয়োজন। বিশ্বাসঘাতকটি কত মাত্রা পর্যন্ত বিশ্বাসভঙ্গ করেছে, সেটা হিসেব করার প্রসঙ্গ বস্তু কিন্তু আমাদের ইতিহাসে রয়েছে। আশা করি, “মীরজাফর”-এর নাম, পরিচয় আলাদা করে বলার প্রয়োজন নেই। “মীরজাফর” নামের অর্থ আমরা যেমন “বিশ্বাসঘাতক” বানিয়ে ফেলেছি, ঠিক তেমনি, আমেরিকার ইতিহাসও একজন মানুষের নামের অর্থ “বিশ্বাসঘাতক” বানিয়ে ফেলেছে। আমরা যেমন বলি “তুই একটা মীরজাফর”, ঠিক তেমনিভাবে ওরাও বলে থাকে “You’re Traitor Benedict Arnold”।ছবিঃ থমাস হার্ট অংকিত বেনেডিক্ট আর্নল্ডের একটি পোর্ট্রেট (১৭৭৬)। হ্যাঁ, মানুষটার নাম বেনেডিক্ট আর্নল্ড (১৭৪১-১৮০১)। রাজনায়ক থেকে যে মানুষটা রাতারাতি একজন বিশ্বাসঘাতকে রূপায়িত হয়। ১৭৮০ তে যদি জন আন্দ্রে ধরা না খেতো আমেরিকানদের হাতে, আমেরিকানরা হয়তো কখনো বুঝতেই পারতো না যে, আক্রমণ দেশের বাইরে থেকে নয় বরং দেশের ভেতর থেকেই হয়েছিল। 3