in স্বপ্ন ও দার্শনিকতা by
স্বপ্নে বিবাহ করতে দেখলে কি হয়?

1 Answer

0 votes
by
স্বপ্ন এমন এক জিনিস যা মানুষ ঘুমের মাঝে অবচেতন ভাবে দেখে খুবই অল্প সময়ের জন্য। কখনো কখনো স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব প্রমাণ আছে কিন্তু তা অন্যকে প্রমাণ সহ বোঝানো যায়না বলে কেউ বিশ্বাস করেনা। স্বপ্ন নেহাতই একটি মনের ভাবনা বলেই চালিয়ে দেয়।
বিবাহ হল শুভ ঘটনা যার মাধ্যমে একটি অপরিচিত মানুষকে আপন করে ভবিষ্যৎ সঙ্গী হিসাবে পাওয়া যায়।

কাজেই স্বপ্নে বিবাহ দেখার মানে হচ্ছে এরকম আপনি হয়ত হঠাৎ করে নতুন কোন সুখবোধের কিছু পেতে চলেছেন। হতে পারে সত্যি এক জীবন সঙ্গী, বা হতে পারে আপনার কোন স্বপ্ন পূরন যা আপনি সবসময় মনে প্রত্যাশা করেন।

কিন্তু জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এসকল স্বপ্ন গুলো আসে মূলত কোন ঘটনা ঘটার খারাপ প্রভাব থেকে বাচতে নিজেকে প্রস্তুত করতে। ধরুন সত্যিই আপনার বিয়ের প্রস্তাব আসলো। তাহলে আনন্দের সাথে সতর্কও থাকতে হয় যে, ছেলেটি বা মেয়েটি কেমন, তাকে কতটুকু ভালবাসবে? তার চাওয়া কি? তার স্বভাব চরিত্র, আচার ব্যবহার কেমন। তাই পূর্ব থেকে যাচাই বাচাইয়ে সতর্ক হতে কোন ঘটনার জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা হিসাবে আসে স্বপ্নে কোন শুভ ঘটনা বা বিবাহ দেখা হিসাবে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...