in স্বপ্ন ও দার্শনিকতা by
স্বপ্নে নিজেকে বউ সাজতে দেখার মানে কি?

1 Answer

+2 votes
by
স্বপ্নঃ স্বপ্ন হল নিজের মনের কল্পনা, তীব্র ইচ্ছা, আকাঙ্খা, আসক্তি, কোন কিছু অধিক চিন্তা, ভয় এগুলোর অভিব্যক্তি রিফ্লেক্স হিসাবে ফুটে ওঠে।
এসমস্ত গুণ সম্পন্ন মানুষ যখন ঘুমায় তখন মস্তিষ্ক এই কল্পনার অভিব্যক্তি গুলো মুছে ফেলতে পারেনা আবার কর্মে রুপান্তরের নির্দেশ দিতে পারেনা। তাই বিশ্রামরত মস্তিষ্ক বার বার এগুলো এনালাইজ করে। এই এনালাইসিস প্রক্রিয়াটি রিফ্লেক্স হিসাবে স্বপ্নে ফুটে ওঠে।

তাই এই দিক দিয়া বলা যায় যে, আপনি হয়ত বিবাহের তীব্র আকাঙখা মনে লালন করছেন। অথবা সঙ্গীর সাথে জৈবিক সুখের আকাঙখা অনুভব করেন তীব্র যেটা স্বপ্নে বধু সাজা হিসাবে ফুটে ওঠে। এর মাধ্যমে মস্তিষ্ক দ্রুত বিবাহের ইঙ্গিত দেয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...