শিক্ষক ছাত্র হচ্ছে সম্মানীয় বন্ধন। এখানে অন্যকোন বিশেষত পার্সোনাল সম্পর্ক থাকেনা। তবুও বর্তমানে কিছু উশৃংখল ছাত্রছাত্রী এবং কিছু অক্ষরজ্ঞানে শিক্ষিত শিক্ষক শিক্ষিকা অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েন। ফলস্বরূপ কথা বার্তায় ঘনিষ্ঠতার জন্য মনে এক প্রকার আবেগ তাড়িত হয়ে কুপ্রস্তাবসহ কুমতলবের বাসনা জাগে। আর এটি যেহেতু একেবারেই অচিন্তিনীয়। এবং সমাজে এটি খুব কম হওয়ায় ব্যক্তি বেশি উত্তেজিত হয়। যার ফলে সারাক্ষণ নানা কু বিষয় ভাবতে থাকে। আর এগুলোই রারে স্বপ্ন হিসাবে মস্তিষ্কে রিফ্লেক্স হয়। এসকল স্বপ্নের কোন অর্থ নেই। এগুলো অর্থহীন ইন্সট্যান্ট স্বপ্নে আসে।
আবার অনেক ক্ষেত্রে স্বপ্নদোষ বা স্বপ্নের মাধ্যমে নষ্ট বীর্য নিষ্কাশনের জন্য শারীরিক উত্তেজনার প্রয়োজন হয়। তখন মস্তিষ্ক নিজেই উত্তেজনা সৃষ্টিকারী ইভেন্ট হিসাবে এইধরণের স্বপ্ন রিফ্লেক্সের সূচনা করে ফলে সহজে স্বপ্নদোষ ঘটে নস্ট বীর্য নিষ্কাশিত হয়।