in স্বপ্ন ও দার্শনিকতা by
স্বপ্নে মৃত মানুষের বিয়ে দেখার মানে কি

1 Answer

0 votes
by
যেহেতু মৃতু মানুষ কখনো ফিরে আসেনা। তাই তার বিয়ে অসম্ভব।

ধরুন একজন মৃতু মানুষ জীবিত হল। তাহলে কেমন লাগে? অতি আনন্দ, অবিশ্বাস্য আনন্দ তাই না? এর সাথে যদি বিয়ের মত আনন্দ অনুষ্ঠান যোগ হয় তাহলেত অবর্ণনীয় আনন্দ হবে।

যায়হোক কদাচিৎ এমন স্বপ্ন মূলত দুটি অর্থ বহন করে।

১। হারানো প্রিয় মানুষ ফিরে আসে। অনেকের এমন আছে যে কেউ হারিয়ে গেছে। অথবা ঝগড়া করে দূরে সরে গেছে। এরা আবার ফিরে আসে। আবার সংসার আনন্দে ভরে ওঠে এটি প্রকাশ করে থাকে এই স্বপ্ন।

২। আর দ্বিতীয় হল কল্পনায় কোন অসম্ভব চাওয়া পূরণ হতে চলা।

ধরুন আপনি কল্পনা করেন আমেরিকা যাবেন। কিন্তু আপনার বর্তমান যে অবস্থা তা আকাশ কুসুম কল্পমা ছাড়া কিছু না। এরকম স্বপ্ন হঠাৎ কোন এক সুযোগে পূর্ণ হতেই পারেই যা আপনি কল্পনাও করেননি। এরুপ হঠাৎ অনাকাঙ্ক্ষিত অসম্ভব সাফল্য প্রাপ্তির বার্তা দেয় এই মৃত মানুষকে বিয়ে করতে দেখা।


আবার অনেক জ্যোতিষী বলেন মৃত মানুষকে বিয়ে করতে দেখার অর্থ হচ্ছে নিজের আয়ু কমে যাওয়া। মারা গেলে ঐ মৃতু মানুষের দেশে যাওয়ার মত তাদের ভালবাসা বিয়ে দ্বারাই ইঙ্গিত হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...