বিভিন্ন বিষয়ে মানুষ বিভিন্ন ধারণা পোষণ করে। এই সকল ধারণা গুলোর মাঝে সুক্ষ্ম একটি সমন্বয় থাকে যা ঐ ব্যক্তি যে প্রকৃতির তার মনোভাব ফুটে ওঠে। ব্যক্তির এই প্রকৃতিজাত বিবেকের ধারণা সহজে পরিবর্তন হয়না। তাই এই স্বভাব যেকোনো বিষয়ে যেকোনো সময়ে ফুটে ওঠে। একে বলা হয় অভিব্যক্তি।