1 Answer

0 votes
by
এপস কথাটি ইংরেজি APPS এর পূর্ণরুপ হচ্ছে applications ।
সাধারণ ভাবে কোন ঘটনার আবেদন। তথ্যপ্রযুক্তিতে বা মোবাইলের ক্ষেত্রে যার কাছে কাজ সম্পাদনের আবেদন করা হয় তাকে এপ্লিকেশন বা এপস বলে। অবশ্য কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার শব্দটি বেশি প্রচালিত।

আপনার মোবাইলের সকল কাজ করার ফাংশন বা সফটওয়্যার গুলোকে এপস বলে।

কারণ ধরুন আমি হিসাব করার জন্য মোবাইলের ক্যালকুলেটর ওফেন করে সংখ্যা লিখে সমান বাটন চাপ দিলেন। এর অর্থ হল ক্যালকুলেটর সফটওয়্যারের কাছে আপনি আবেদন বা এপ্লিকেশন করলেন যে সংখ্যাগুলো নির্দেশ মোতাবেক হিসাব করে ফলাফল দেখান। ক্যালকুলেটর ঠিক তাই করে। উত্তর দেখিয়ে দেয়। তাই এসমস্ত সফটওয়্যার কে এপ্লিকেশন সফটওয়্যার বলে যা সংক্ষেপে আমরা apps বা এপস বলে থাকি।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...