আমাদের ত্বকে থাকে প্রচুর লোমকূপ। এর লোমকূপের নিচে থাকে বিশেষ এক লোমের গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষের সাথে যুক্ত থাকে খুবি সুক্ষ পেশি কোষ।
আমরা যখন ভয় বা কোন বিষয়ে উত্তেজিত হই। তখন সেই উত্তেজনা একটা ধাক্কা বা গা ঝাড়া মেরে সারা শরীরকে কাপিয়ে দেয়। এই কম্পনের ফলে ত্বক সংকুচিত হয় ফপে ত্বকে একটা পুরুত্ব ভাব চলে আসে। ঠিক একই সময় দেহের ভেতরের পেশিও সংকুচিত হয়। এতে লোমকূপের গ্রন্থির সাথে যুক্ত পেশিতে টান পড়ে। এই টানের ফলে পুরু ত্বকের উপর লোমগুলো খাড়া হয়ে যায়। এবং গ্রন্থির পাশের পুরুত্ব স্থান কাটার মত ফুলিয়ে দেয়। একে আমরা গায়ে কাটা দেওয়া বলি।