অনেকের দেহে বুকের দুই স্তনের গঠন কিছুটা ভিন্ন হয়। এক স্তন সামান্য ছোট তো আরেকটি সামান্য বড়। একটি এক দিকে সামান্য বাকা তো আরেকটি ঠিকঠাক আছে।
এটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি কোন রোগ নয়। এর জন্য কোন অসুবিধাও হয়না।
এমনটি হতে পারে দুটো কারণে।
হয় আপনি ছোটা বেলা থেকে কোন এক পাশে ফিরে বেশি ঘুমান। এর জন্য সেই পাশে চাপ পড়ে পড়ে এমনভাবে গঠন হয়ে গেছে।
অথবা জিনগত কারন। মানুষের কোষের ডিএনএ তে মানুষের গঠনের সংকেত কোড থাকে। যা হরমোন ক্ষরনের মাধ্যমে আরএনএ কে নির্দেশ দিয়া প্রোটিন সংশ্লেষন করে দেহ গঠন করে।
তাই এটি নিয়া চিন্তিত হবার একদম কিছু নাই।এটি শুধু মাত্র আপনার একার নন। ৬০% মানুষের এমন কোন না কোন ত্রুটি আছে।
আবার কারও বেশি তাই সহজে বোঝা যায়। কারও কম তাই সহজে বোঝা যায়না।