in যৌনশিক্ষা by
দুই স্তন দুই রকম হলে কিভাবে এক রকম করা যায়

2 Answers

+1 vote
by
 
Best answer
অনেকের দেহে বুকের দুই স্তনের গঠন কিছুটা ভিন্ন হয়। এক স্তন সামান্য ছোট তো আরেকটি সামান্য বড়। একটি এক দিকে সামান্য বাকা তো আরেকটি ঠিকঠাক আছে।

এটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি কোন রোগ নয়। এর জন্য কোন অসুবিধাও হয়না। 

এমনটি হতে পারে দুটো কারণে।

হয় আপনি ছোটা বেলা থেকে কোন এক পাশে ফিরে বেশি ঘুমান। এর জন্য সেই পাশে চাপ পড়ে পড়ে এমনভাবে গঠন হয়ে গেছে।

অথবা জিনগত কারন। মানুষের কোষের ডিএনএ তে মানুষের গঠনের সংকেত কোড থাকে। যা হরমোন ক্ষরনের মাধ্যমে আরএনএ কে নির্দেশ দিয়া প্রোটিন সংশ্লেষন করে দেহ গঠন করে।

তাই এটি নিয়া চিন্তিত হবার একদম কিছু নাই।এটি শুধু মাত্র আপনার একার নন। ৬০% মানুষের এমন কোন না কোন ত্রুটি আছে। 

আবার কারও বেশি তাই সহজে বোঝা যায়। কারও কম তাই সহজে বোঝা যায়না।
0 votes
by
অনেকের দেহে বুকের দুই স্তনের গঠন কিছুটা ভিন্ন হয়। এক স্তন সামান্য ছোট তো আরেকটি সামান্য বড়। একটি এক দিকে সামান্য বাকা তো আরেকটি ঠিকঠাক আছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি কোন রোগ নয়। এর জন্য কোন অসুবিধাও হয়না। এমনটি হতে পারে দুটো কারণে। হয় আপনি ছোটা বেলা থেকে কোন এক পাশে ফিরে বেশি ঘুমান। এর জন্য সেই পাশে চাপ পড়ে পড়ে এমনভাবে গঠন হয়ে গেছে। অথবা জিনগত কারন। মানুষের কোষের ডিএনএ তে মানুষের গঠনের সংকেত কোড থাকে। যা হরমোন ক্ষরনের মাধ্যমে আরএনএ কে নির্দেশ দিয়া প্রোটিন সংশ্লেষন করে দেহ গঠন করে। তাই এটি নিয়া চিন্তিত হবার একদম কিছু নাই।এটি শুধু মাত্র আপনার একার নন। ৬০% মানুষের এমন কোন না কোন ত্রুটি আছে। আবার কারও বেশি তাই সহজে বোঝা যায়। কারও কম তাই সহজে বোঝা যায় না।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...