সার্চ ইঞ্জিন কোন ইঞ্জিন বা মেশিন নয়। সার্চ ইঞ্জিন হল এক প্রকার ওয়েবসাইট। সার্চ ইঞ্জিন ওয়েবসাইট দিয়ে মূলত ইন্টারনেটে কোন তথ্য সার্চ বা খোজা হয়।
বিশাল এ দুনিয়ায় কারও ঠিকানা না জানলে যেমন আপনি তার কাছে যেতে পারবেন না, স্থানে যেতে পারবেন না বা চিঠিও পাঠাতে পারবেন না তেমন বিশাল এই ইন্টারনেট হল তথ্য ভান্ডার বা তথ্যের মহাসাগর। এই তথ্য মহাসাগর থেকে আপনার প্রয়োজনীয় তথ্য খুজে বের করতে সার্চ ইঞ্জিন ব্যবহার হয় কারণ কোথায় কি তথ্য আছে তা প্রাথমিক ভাবে আপনার জানা থাকেনা, কারও জানা থাকেনা। দরকার খুজে বের করতে। কিন্তু ইন্টারনেটের তথ্যগুলো মূলত লক্ষ লক্ষ ওয়েবসাইটের ওয়েবপেজে থাকে। যার এড্রেস জানা থাকেনা তাই কিভাবে পাবেন আপনি জানেনও না। কিন্তু খুজে বের করতে সাহায্য করে এই সার্চ ইঞ্জিন।
কয়েকটি সার্চ ইঞ্জিন হল
google.com
yahoo.com
bing.com
duckduckgo.com