in স্বপ্ন ও দার্শনিকতা by
স্বপ্নে নিজেকে বা বিয়ে করতে দেখলে কি হয়?

2 Answers

+3 votes
by
স্বপ্নে বিয়ে দেখেন এমন মানুষের সংখ্যা কম নয়। স্বপ্ন এমন এক বিষয় যা অনেকটা অলৌকিক। ঘুমের মধ্যে কিছু দেখা।

স্বপ্নঃ ঘুমের মধ্যে বা অবচেতন অবস্থায় কিছু দেখাকে স্বপ্ন বলে। আবার মনের মধ্যে ভবিষ্যতে কিছু পাওয়ার প্রত্যাশা লালন করাকেও স্বপ্ন বলে।

ঘুমের মধ্যে মানুষ যে স্বপ্ন দেখে সেটা তার ইচ্ছাকৃত কোন ব্যাপার নয়। 

সাধারণত মনে করা হয় যে মানুষ সারাদিন বা দীর্ঘদিন ধরে কিছু ভাবলে ঘুমের মধ্যে সেই ভাবনা মস্তিষ্কের নিউরণে প্রতিক্রিয়া সৃষ্টি করলে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। এটাই মূলত স্বপ্ন।

কাজেই স্বপ্নে বিয়ে দেখাও এক প্রকার মনের লালসা বা কামনা।

আপনি হয়ত মনে মনে অনেক সুন্দর নিজের একটা বিবাহের স্বপ্ন কল্পণায় আকেন। ভাবেন আর নিজেকে সুখী বোধ করেন। এই যে তীব্র আকাঙখা বা কামনা এটি ঘুমের সময় বিশ্রামরত মস্তিষ্কে এক প্রকার ক্রিয়া করে যার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঐ ঘুমন্ত অবস্থায়।

এক্ষেত্রে এ ধরণের স্বপ্নের আসলে কোন অর্থ নেই। তেমন কিছু ঘটেনা। স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

কিন্তু যখন আরেকটি জটিল বিষয় আছে তা হল আপনার পরিবেশ ও শারীরিক প্রক্রিয়ার সমন্বয়।

ধরুন আপনি যে দেশে আছেন। ধরুন আমাদের বাংলাদেশ। তাহলে এখানে মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ অপরিহার্য। বিবাহের মাধ্যমে একটি নির্দিষ্ট মানুষের সাথে বৈধভাবে সেক্সুয়াল মনের বাসনা ও কামনাকে পূরণ করতে পারেন। এই অবস্থায় একজন মানুষের শরীরে যখন এই জৈবিক চাহিদার প্রয়োজন হয়ে পড়ে, তখন আমাদের মস্তিষ্ক শারীরিক এই প্রক্রিয়া পাবার জন্য আমাদের নির্দেশ দেয় বিবাহমূলক কিছু দেখতে। এর মাধ্যমে আপনি বিবাহের প্রতি আকৃষ্ট হয়ে সঙ্গী নিলে শরীর তার জৈবিক চাহিদা পূরন করতে পারে।

তাই মস্তিষ্ক মূলত সুস্থ্য শরীরের চাহিদা পূরনের ব্যক্তির অবস্থার সাথে মিলিয়ে ঘুমের ভেতর এই নির্দেশনামূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে যাকে আমরা স্বপ্ন বলে থাকি।

আবার, একান্তই কিছু দার্শনিক ব্যাখ্যা আছে। যেগুলো বাস্তব নয় কিন্তু লজিকাল করে জাস্ট মনকে বোঝানোর উপায় মাত্র।

স্বপ্নে এ ধরনে বিবাহ দেখা ধর্মীয় দিক থেকে অনেকটা সেই রকম ব্যাখ্যা বোঝায়।

কেউ যদি স্বপ্নে নিজের বিয়ে দেখেন তবে তা একটি নির্দেশ মাত্র।

এক্ষেত্রে হয় তাকে বিয়ে করতে উদ্বুদ্ধ করা হয়, না হলে তার অদূর ভবিষ্যতে দ্রুত বিবাহ হতে যাচ্ছে বলে সতর্ক করা হয়।

এই সতর্কতার ফলে ব্যক্তি নিজেকে মানুষিক শারীরিক ভাবে প্রস্তুতি নিতে পারে।
+1 vote
by
স্বপ্নে বিয়ে দেখাঃ স্বপ্নে বিয়ে দেখার মানে হচ্ছে সুখের ইঙ্গিত পাওয়া।

বিবাহ হল দাম্পত্য সুখের প্রধান সোপান। এছাড়া প্রতিটি মানুষের প্রধান কামনা থাকে একজন প্রিয় সঙ্গী পাওয়া, একটা মেয়ে চায় তার এমন একজন স্বামী বা সঙ্গী থাকুক যে সব সময় থাকে নানা সুখে ভরিয়ে রাখবে।
এই প্রয়াস থেকেই জীবনে মূলত বাসনা আসে। সেইরুপ এই স্বপ্নগুলো ঠিক তখনই আসে যখন তা পূরন হবার সম্ভাবনা চলে আসে।

তাই স্বপ্নে বিবাহ দেখা হচ্ছে শূভ ও সুখের সঙ্গ লাভ দ্রুত হবে এমন ইঙ্গিত।
by
স্বপ্নে নিজেই নিজের স্ত্রীকে পুনরায় বিবাহ করতে দেখা এর ব্যাখ্যা জানতে চাই

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...